তীরবিদ্ধ বিজেপি কর্মী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ সুভাষের

0
54

সুদীপ পাল,বর্ধমানঃ

গত শুক্রবার রাজনৈতিক সংঘর্ষের জেরে পীঠে তীরবিদ্ধ হন বিজেপি কর্মী সন্তোষ সেন।বীরভূমের সিউড়ি হাসপাতাল থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে অনানয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

Accusation of Prompting against CM
হাসাপাতালে সুভাষ সরকার।ছবিঃ প্রতিবেদক

এখানেই কর্মীকে দেখতে এলেন বাঁকুড়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দীকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে যান। বুক ও পেটের অস্ত্রপচার করে তীরটি বের করা হয়েছে।আপাতত সুস্থতার পথে বিজেপি কর্মী।

আরও পড়ুনঃ গণনা ঘিরে অশান্তি এড়াতে কঠোর নিরাপত্তা জেলাজুড়ে

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম একজিট পোল প্রকাশ করার পর সাম্রাজ্য হারানোর আতঙ্কে মুখ্যমন্ত্রী আবোলতাবোল মন্তব্য করে চলেছেন। সাম্রাজ্য চলে যাচ্ছে বুঝতে পেরে পাগলামি শুরু করেছেন তিনি। সুভাষবাবুর অভিযোগ, প্রতিটি জনসভায় মুখ্যমন্ত্রী যে প্ররোচনামূলক বক্তব্য দিয়েছেন তাতে প্ররোচিত হয়ে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here