বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়িতে নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত উপেন্দ্র গুপ্তাকে। মঙ্গলবার রাতে সেবক রোড থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মহিলা থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
প্রসঙ্গত শিলিগুড়ি পুরনিগমের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা উপেন্দ্র গুপ্তা।তার বাড়িতেই বিহারের এক নাবালিকা পরিচারিকার কাজ করতো। ওই নাবালিকার পরিবারের অভিযোগ হুমকি দিয়ে একাধিকবার নাবালিকাকে ধর্ষণ করা হয়। এরপর শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর নাবালিকাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ বাইক-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত ২
গোটা ঘটনা খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবারের লোকজন।ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। অবশেষে গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584