ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
সম্প্রতি অভিনেত্রী তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পরেই আর এক জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠলো।অভিনেতা আলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছেন মহিলা চিত্রনাট্যকার বিনতা নন্দা।বিনতা জানান একবার স্যুটিং ফ্লোরে তাঁকে অলোকনাথ যৌন সঙ্গমের জন্য চাপ দিয়েছিলেন এবং তাঁকে বিরক্তও করতেন তিনি।অবশেষে একদিন ভ্যানাটি ভ্যানে ধর্ষণ করা হয় তাকে বলেই জানিয়েছেন বিনতা।
“সংস্কারি” এই অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলপাড় পুরো ইন্ডাস্ট্রি।একের পর এক ইন্ডাস্ট্রির অনেক বড় বড় ব্যক্তিত্বের মুখোশ আস্তে আস্তে সামনে আসছে।ফিল্ম টেলিভিশনে যে অন্ধকারময় দিক তা সামনে আসছে সকলের।এই খবরে কী বলছে বলিউড?স্বারা ভাস্কর, রিচা চড্ডা, মল্লিকা দুয়ার মতো অনেকেই বিশ্বাস করতে পারছেন না এই ঘটনা। হয়তো আলোক নাথের প্রতিষ্ঠিত “সংস্কারি” ব্যক্তিত্বই এই অবিশ্বাসের কারণ। প্রত্যেকই গভীরভাবে সমবেদনা জানিয়েছেন বিনতা নন্দাকে।বিনতার অভিজ্ঞতায় আজ ভীত বলিউড।বিনতা চুপ ছিলেন ১৯ বছর।কিন্তু এরপর!
আরও পড়ুনঃ চাঁদা না মেলায় মোবিল ছুঁড়লো জুলুমবাজরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584