নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শুধুমাত্র বিজেপি করার অভিযোগে খেজুরি সাহেবনগর গ্রামের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।এমনকি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোন অভিযোগ নেয় নি বলে মহিলার অভিযোগ। বিজেপির জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার থেকে খেজুরি ধর্ষিতা বাড়ি থেকে পুনরায় আন্দোলন শুরু করা হবে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেজুরি সাহেবনগর গ্রামের বাসিন্দা মহিলার স্বামীর নামে একটি ২০ ডেসিমিল পাট্টা জমি রয়েছে। সেই জমির উপরে তাদের পুরনো বসত বাড়ি রয়েছে। কিন্তু ৪ জুলাই দুপুর ওই পাট্টা জমি দখল করার জন্য কয়েকজন তৃণমূল নেতাকর্মী জমিতে জমায়েত হয় বলে মহিলার অভিযোগ। সেই সময়ে মহিলার স্বামীর ট্রলারের কাজ বাড়িতে ছিলেন না। সেই সময় কয়েকজন যুবক মহিলাকে ও তার ছেলেকে বেধড়ক মারধর করে। তাদের হাত থেকে ছেলেকে ছাড়াতে গেলে দুষ্কৃতীরা মহিলাকে টানতে টানতে তার পুরনো বাড়িতে ভিতরে নিয়ে যায় এবং বেধড়ক মারধরের পর তার মুখে কাপড় বেঁধে তিনজন মিলে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে জ্ঞান হারায় মহিলা এরপর প্রতিবেশী ও পরিবারের লোকজন মহিলাকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে ওই গৃহবধূ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পুলিশ জানিয়ে দেয় তদন্ত করে তারা সম্পূর্ণ ঘটনা মিথ্যা তাই পুলিশ কোন তদন্ত না করেই কেস ডায়েরি নেয়নি বলে অভিযোগ ঐ মহিলার।
এরপরে ধর্ষিতা মহিলা সোমবার কাঁথি মহকুমা আদালতে তৃণমূল পঞ্চায়েতের সদস্য সহ আরও দুইজন ধর্ষণকারীর প্রায় ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছে।
যদিও তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এই ঘটনাকে অত্যন্ত ঘৃণ্য বলে দাবি করছে বিজেপি কাঁথি সংগঠনের জেলা সভাপতি অনুপ চক্রবর্তী তার দাবি আইন শাসকের কঙ্কাল বেরিয়ে পড়েছে খেজুরিতে এলাকা তৃণমূল একদল হার্মাদ খেজুরিতে তাণ্ডব চালাচ্ছে।
আরও পড়ুনঃ হাতির আক্রমণে মৃত্যু,মৃতদেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর
আর এখানে আইনের শাসন ভেঙে পড়েছে তার আরও অভিযোগ পশ্চিমবঙ্গ পুলিশ পুতুলের মতন হয়ে গিয়েছে পুলিশের কাছে বারে বারে গিয়ে অভিযোগ নেয়নি পুলিশ এর এই আচরণের বিরুদ্ধে ধিক্কার জানাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584