নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ গৃহ শিক্ষকের বিরুদ্ধে

0
82

সুদীপ পাল,বর্ধমানঃ

নিজের নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধ গৃহশিক্ষকের বিরুদ্ধে। গলসি থানার পুলিশ বছর পঁয়ষট্টির গৃহশিক্ষক স্বদেশ মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে।

Accusation of raped student against home tutor
ছবিঃ প্রতীকী

গলসির করকোনা গ্রামের দক্ষিণ পাড়ায় বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার পুলিশ।মেয়েটির পরিবারের দাবি,দীর্ঘদিন ধরে টিউশন পড়ান স্বদেশবাবু। প্রথমে নাবালিকার গ্রাম রায়পুরে গিয়েই পড়াতেন। পরে বয়সজনিত সমস্যার কারণে তিনি নিজের বাড়িতে পড়ানো শুরু করেন। অভিযোগ,গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পর পেটে ও যৌনাঙ্গে ব্যথা হচ্ছে বলে পরিবারের বড়দের জানায় সেই নাবালিকা।পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক কিছু পরীক্ষার পরেই বুঝতে পারেন তার ওপর অত্যাচার করা হয়েছে। সেই বিষয়টি জানান নাবালিকার পরিজনদের। এরপর নাবালিকার মা গলসি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ধর্ষণ (৩৭৬ এবি) ও পকসো আইনের ৬ ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুনঃ দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশী যুবকের

আজ পকসো আদালতে তোলার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম মণিকা চট্টোপাধ্যায় সাহা।গ্রামের বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা করে গৃহশিক্ষকের যথোপযুক্ত কঠিন শাস্তির দাবি করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here