নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জঃ
এক রোগীকে ভর্তি না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগে হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে সুপারের হস্তক্ষেপে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। রোগীর পরিবারের অভিযোগ, এইচ আই ভি পজিটিভ আক্রান্ত হওয়ায় রোগীকে ভর্তি নিতে অস্বীকার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ ওই চিকিৎসক রোগীর পরিবারের লোকজনদের গালাগাল ও দুর্ব্যাবহারও করে।
রায়গঞ্জ শহরের শক্তিনগরের বাসিন্দা একব্যক্তি তার স্ত্রী এইচ আই ভি পজিটিভ আক্রান্ত গুরুতর অসুস্থ অবস্থায় আজ রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাতে নিয়ে আসে। অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এইচ আই ভি রোগী দেখেই গালাগাল ও দুর্ব্যাবহার করে এবং হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার করে। এরপরই রোগীর পরিবারের লোকজন তৃনমূলের রোগী সহায়তা কেন্দ্রে অভিযোগ জানালে রোগী সহায়তা কেন্দ্র ও রোগীর পরিবারের লোকজন হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
সুপার সমস্ত বিষয়টি শুনে দ্রুত ওই রোগীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের নির্দিষ্ট বিভাগে ভর্তি করে নেন। তবে রোগীর পরিবারের সাথে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের দুর্ব্যাবহারের কথা অস্বীকার করেন সুপার। ঘটনার পূর্নাঙ্গ রিপোর্ট নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন ও ওই রোগীর সবরকম চিকিৎসা পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ গৌতম মন্ডল। এরপরই রোগী ভর্তি নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ উত্তেজনা থেমে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584