পিয়ালী দাস, বীরভূমঃ
যুবতির হাত থেকে পাসপোর্ট ছিনিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে গণপিটুনি খেল এক যুবক। শান্তিনিকেতনের রতনপল্লি এলাকার ঘটনা। হাবিবুর মির্জ়া নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের বাসিন্দা এক যুবতি বিশ্বভারতীতে পড়াশোনা করেন। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ তিনি রতলপল্লির একটি দোকানে নিজের পাসপোর্টটি জ়েরক্স করতে যান। সেসময় আচমকা তাঁর হাত থেকে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে হাবিবুর। যুবতি চিৎকার করলে স্থানীয় ব্যবসায়ীরা হাবিবুরকে ধরে ফেলে। পরে তাকে বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃতের হাবিবুরের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। বেশ কিছুদিন ধরেই তাকে শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় দেখা যাচ্ছিল। ধৃত জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584