শ্যামল রায়,কালনাঃ
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিদ্যুৎ চুরির অভিযোগ ঘিরে তোলপাড়।যে সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সমবায়ের বিরুদ্ধে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ বন্টন নিগম।জানা গিয়েছে যে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকসিমপাড়া অঞ্চলের ইসবপুর সানঘোষ পাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির বিরুদ্ধে হুকিং করে দিনের পর দিন বিদ্যুৎ চুরির অভিযোগ।
জানা গিয়েছে যে ওই সমবায় সমিতির তিনটি মিনি পাম্প রয়েছে।ওই পাম্পগুলি বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও হুকিং করে পাম গুলি চালানোর হয় বলে অভিযোগ।বিদ্যুৎ বন্টন নিয়ম সংস্থার তরফ থেকে পরিদর্শনে গিয়ে এরকমটাই তাদের নজরে আসে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে,আর সমবায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পূর্বস্থলী থানায়।
এই ব্যাপারে বিদ্যুৎ বন্টন নিগমের কালনার আধিকারিক কৌশিক মন্ডল জানিয়েছেন যে পূর্বস্থলী থানা থেকে এফ আই এর কপি হাতে পেলে জরিমানার টাকা নির্ধারণ করা হবে।
এছাড়াও চাষিদের সেচের জল বিক্রির জন্য এলাকায় বেশ কিছু মিনি পাম্প চালায় ওই সমবায় সমিতি।অতর্কিত হানা দিয়ে বিদ্যুৎ বন্টন নিগমের কর্মচারীরা এইরকম হুকিং বিদ্যুতের ঘটনাটি দেখতে পান।বৈদ্যুতিক তার গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।১৫০ বিঘা কৃষি জমিতে সেচের জন্য জল বিক্রি করা হতো বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বিদ্যুৎ চুরি রুখতে তৎপরতা মঙ্গলকোটে
এই প্রসঙ্গে সমবায় সমিতির সম্পাদক আশরাফুল চৌধুরী জানিয়েছেন যে, ‘এ প্রসঙ্গে আমার কিছু বলার নেই।’তবে সমিতির কোন মিনি পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি বলে তিনি জানিয়েছেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584