পিয়ালী দাস,বীরভূমঃ
গ্রেফতার তৃনমূল নেতা কাজল শাহ্। জেলা শাসকের বাংলোয় বোমা মারায় যুক্ত ছিল বালি ব্যাবসায়ী তথা তৃনমুল নেতা। ঘটনার একদিন পরেই পুলিশ তদন্তে নেমে জানতে পারে বোমা হামলায় মূল অভিযুক্ত এই কাজল শাহ।
গ্রেপ্তার করা হয় চার জন দুষ্কৃতীকে। কিন্তু সেই দুষ্কৃতীকারীদের মদত দাতা ছিল সিউড়িরই দাপুটে তৃণমূল নেতা। যিনি প্রাক্তন সিউড়ি ১ নং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। পুলিশি গ্রেপ্তারে প্রকাশ্যে এল এই চাঞ্চল্যকর তথ্য।
ঘটনার পর থেকেই ভেসে বেড়াচ্ছিল সিউড়ি ১নং ব্লকের বাঁশঝোড় গ্রামের দাপুটে তৃণমূল নেতা তথা বালি কারবারের রাঘব বোয়াল কাজল শাহ্ র নাম। তবে চরম প্রভাবশালী হওয়ায় তার কথা মুখে আনত পারছিল না পুলিশ। কিন্তু সামনেই রয়েছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। খোদ জেলা শাসকের বাংলোয় বোমা মারার মতো নজিরবিহীন ঘটনায় জেলাজুড়েই সমালোচনার ঝড় বইছে। তাই খানিকটা চাপে পড়েই পুলিশ মুখ্যমন্ত্রীর সফরের আগে যেনতেন প্রকারেণ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তারে মরিয়া হয়ে ওঠে।
তৃণমূলের জেলার শীর্ষনেতাদেরও একাংশ পুলিশের পক্ষ নেয় বলে জানা গেছে পুলিশের একটি সূত্রে।
তারপরেই সম্ভব হয়েছে এই নেতাকে গ্রেপ্তার। জানা গেছে, সোমবার রাত্রে জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা কাজল শাহ্ও তার চার শাগরেদকে। কাজল শাহ্ সিউড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। বর্তমানে সেই পদে না থাকলেও ব্লকের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক বটে।
পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন আটকাতে এই কাজল শা‘র দলবলই ছিল অন্যতম মুখ্য ভূমিকায়, দেখেছেন সকলেই। বিরাট মাপের বালি কারবারীও বটে। ময়ূরাক্ষীর পাড়ে বালি ব্যবসার অন্যতম মাথা সে। ব্লক তৃণমূলের যুব নেতাও বটে। জুন মাসের শেষ সপ্তাহে বেআইনি বালি কারবারের বিরুদ্ধে ব্যাপক তল্লাশীতে নামে বীরভূম জেলা প্রশাসন। একের পর এক বালি ঘাটে কি হারে পরিমাণ লুট চলছে তা চাক্ষুস করেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।
যার নেতৃত্ব ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। বালি ঘাটের বেচাকেনা বন্ধ করে মামলা দায়ের হয় বড় সংখ্যায় বালি কারবারিদের বিরুদ্ধে। তার জেরেই গত ২৯ জুন গভীর রাতে বোমা পড়ে জেলা শাসকের বাংলোয়। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সর্বত্রই।
আরও পড়ুনঃ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত ১
রাজ্যের আইন শৃঙ্খলার পঙ্গু দশা প্রকাশ পায় আরও একবার। পুলিশ বিশেষ দল গঠন করে তদন্তে নেমে চার চুঁনোপুটি বালি কারবারিকে গ্রেপ্তার করে। কিন্তু রাঘব বোয়ালদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নে চাপ বাড়তে থাকে পুলিশের উপর। অবশেষে রাঘব বোয়ালদের অন্যতম তৃণমূল নেতা কাজল শাহ্ কে গ্রেপ্তার করেছে পুলিশ অবশ্যই তৃণমূলের শীর্ষনেতাদের একাংশের ‘সবুজ সংকেতে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584