নিজস্ব সংবাদদাতা,মালদহঃ তৃণমূল করায় এক ব্যাক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্থানীয় পাঁচ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। মালদা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয় ওই ব্যাক্তির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পিউরপাড়া এলাকার ঘটনা। অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম আলাউদ্দিন শেখ(৫৫)। বাড়ী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পিউরপাড়া গ্রামে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীকে হরিয়ে জয়ী হয় কংগ্রেস প্রার্থী অনিল মন্ডল। অভিযোগ কংগ্রেস জেতার পর থেকেই তৃণমূল কর্মীদের কংগ্রেসের যোগদান করতে বলে কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার সকালে মাঠে চাষের কাজে যাচ্ছিলেন তৃণমূল কর্মী আলাউদ্দিন শেখ। সেই সময় স্থানীয় কংগ্রেস কর্মী সৈদুল আলি সহ পাঁচ জন তার রাস্তা আটকে কংগ্রেসে যোগদানের কথা জানায়। অভিযোগ রাজী না হলে তাকে লোহার রড সহ ধারালো অস্ত্র দিয়ে মারধোড় করে।
তাকে বাঁচাতে গিয়ে মহিলা সহ পরিবারের আরো দুই জন জখম হন। দুষ্কৃতিরা পালিয়ে গেলে পরিবার স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর দুই জনকে ছেড়ে দিয়। অবস্থা আশঙ্খাজনক থাকায় আলাউদ্দিন শেখকে মালদা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় তার। ঘটনায় পরিবারের লোকেরা হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পলাতক বাকী তিন অভিযুক্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584