সুদীপ পাল,বর্ধমানঃ
রাজ্যের শাসকদলের ফ্লেক্স এবং ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠলো বিরোধীদের বিরুদ্ধে।কাঁকসা ব্লকের এই ঘটনা ঘিরে উত্তাল এলাকা। সিপিএম-বিজেপি একসাথে জোট করে এই চক্রান্ত করেছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ।
পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, “সিপিএম-বিজেপি একজোট হয়েছে হারার ভয়ে।” তৃণমূল কর্মী সমর্থকরা বলছেন,পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেছেন।পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় দেখে বিরোধীরা বুঝে গেছেন জেলায় তাদের পায়ের নিচে জমি নেই।তাই অশান্তি লাগাবার জন্য এইভাবে মুখ্যমন্ত্রীর ছবি,ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।তাদের দাবি,এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584