শ্যামল রায়,কালনাঃ
কালনা শহরের সিদ্ধেশ্বরী পারায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে।বৃহস্পতিবার জানা গিয়েছে যে কালনায় চাকুরীরত স্ত্রী বেতনের টাকা না দেওয়ায় মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আসছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।এই ঘটনায় মৌসুমী ভট্টাচার্য নামে চাকুরীরত বধূ কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।কালনা থানার এ বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে যে ২০০১ সালে কালনা শহরের সিদ্ধেশ্বরী পাড়ার বাসিন্দা অমল কৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয় মৌসুমীর।অভিযোগ যে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনদের অত্যাচারের শিকার হয়ে আসছিল ওই গৃহবধূ।তাঁদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।২০০৪ সালে মৌসুমী পাল প্রাথমিক স্কুলে চাকরি পান।অভিযোগ যে মৌসুমী দেবী তার চাকরির টাকা স্বামীর হাতে না দিলেই চরম অশান্তি শুরু হয়ে যায়।
আরও পড়ুনঃ বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্বামী
চাকুরীরত স্ত্রী স্বামীকে টাকা না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হয়,শেষমেষ মৌসুমী দেবী তার বাপের বাড়িতে আশ্রয় নেন।এই নিয়ে চরম অশান্তি শুরু হয়ে যায় মৌসুমী দেবী এবং তাঁর স্বামী অমল কৃষ্ণের মধ্যে।এই ঘটনার সমাপ্তি চেয়ে মৌসুমী দেবী কালনা থানায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের নামে অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584