মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগ

0
71

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

accusation of vandalised madrasa | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের ঈদগা মহল্লার এক যুবতীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ তুলে আজ এলাকার মাদ্রাসায় হামলা চালায় স্থানীয় মানুষেরা।

তাদের দাবি,বহিরাগত অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছেলেদের মাদ্রাসায় আশ্রয় দেওয়া হয়। এলাকা উত্তপ্ত হওয়ায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়।

মেদিনীপুর শহরের ঈদগা মহল্লার এই শিক্ষা প্রতিষ্ঠানে আজ ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মৃতার পরিবার-পরিজন ও এলকাবাসীর বিরূদ্ধে।

প্রসঙ্গতঃ গত শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ১৮ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

accusation of vandalised madrasa | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবারের দাবি,ঈদগা মহল্লার মাদ্রাসায় পাঠরত গড়বেতার যুবক মুস্তাক মন্ডল তাদের মেয়ে ধর্ষণ করে খুন করেছে।এই মর্মে তারা গড়বেতা থানায় অভিযোগও জানায়। মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মুস্তাক মন্ডলের বাবা ও মাকে আটক করে পুলিশ।

মেয়ের পরিবারের অভিযোগ, মাদ্রাসার গাড়ির চালক অভিযুক্ত যুবককে সবরকম খবরাখবর দিচ্ছে,যে কারনে গা ঢাকা দিয়েছে মুস্তাক। এরফলেই আজ মেয়ের পরিবার ও এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং মাদ্রাসায় হামলা চালায়। ভাঙচুর করা হয় মাদ্রাসার ভেতরের আসবাবপত্র।

আরও পড়ুনঃ বেদখল মাঠ, অবরোধ স্থানীয় বাসিন্দাদের

ঘটনার সামাল দিতে গিয়ে আহত হয়েছেন মেয়ের পরিবারের এক সদস্য। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছায় কোতওয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী।মোতায়েন রয়েছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here