তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
83

পিয়ালী দাস, বীরভূমঃ

তীর ধনুক হাতে পার্টি অফিসে ভাঙ্গচুর করে বিজেপি, অভিযোগ তৃণমূলের,
“আমি তখন ছিলাম না পরে এসে শুনলাম বিজেপির লোকজন তীর ধনুক হাতে নিয়েছে ভাঙচুর চালায় আমাদের পার্টি অফিসে। ভেঙে দেওয়া হয়েছে চেয়ার টেবিল, টিভি এবং অন্যান্য আসবাবপত্র। মারধর করা হয়েছে আমাদের তিনজনকে।” বললেন অমরপুর পঞ্চায়েত প্রধান সনাতন সরেন।

Accusation of Vandalism tmc party office against bjp
নিজস্ব চিত্র

সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত আহমেদপুরের অমরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দলীয় অফিসে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। সাথে তিন তৃণমূল কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অমরপুর গ্রাম বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।এই গ্রামে আজ অশান্তির সূত্রপাত ঘটে একটি বিজেপির সাইকেল র‍্যালিকে কেন্দ্র করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সকালে বিজেপির একটি সাইকেল র‍্যালি যাওয়ার সময় ওই মিছিলে থাকা কয়েকজন বাইক আরোহী স্থানীয় তৃণমূলের দলীয় অফিসে ভাঙচুর চালায়।অভিযোগ ওঠে যারা ভাঙচুর করেছে তারা ওই সাইকেল র‍্যালির মাঝেই বাইক নিয়ে ছিল।

তৃণমূলের অঞ্চল সভাপতি মনিরুদ্দিন চৌধুরী বলেন, “আমরা কেউ ছিলাম না সে সময় এসে ওরা আক্রমণ করে।আগে জানলে ব্যবস্থা নিয়ে থাকতাম।”

কিন্তু কেন এইভাবে হঠাৎ করে বিজেপি তৃণমূলের পার্টি অফিসে আক্রমণ চালালো ?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির সাইকেল র‍্যালিতে দু চারটে বাইকও ছিলো।সেই বাইক দেখেই তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাইক র‍্যালি করার অনুমতি আছে?এই প্রশ্ন করে বসেন।ব্যস, তারপরই যত ঘটনা।বাঁধে তর্কবিতর্ক,শুরু হয় মারধর।

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় স্থানীয় কিছু বিজেপি সমর্থক গোকুল মাহান্ত,বংশীবরন দাস,তাপস ডোম,গোবিন্দ এরকম বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ।

ভাঙচুরের ঘটনা বিজেপি নেতৃত্বের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। বিজেপির কর্মী মুন্সি দেবাংশি জানান,”আমাদের সাইকেল র‍্যালি যাওয়ার সময় ওদের পার্টি অফিসের কাছে আমাদের উপর আক্রমণ করে।লাঠি সটকা নিয়ে মারধর করার সাথে সাথে বোমও ফাটায়।দু চারটে বোম ওরা ফাটায়।আমাদের পাঁচ জন কর্মী আহত,একজনের অবস্থা গুরুতর যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ এসে দুই দলকেই সামলে নেয়। আমাদের বিরুদ্ধে আনা পার্টি অফিস ভাঙ্গার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।আমরা পার্টি অফিসের কাছে পৌঁছাতেই পারি নাই।ভোটে যেন আমরা নিজেদের অধিকার প্রয়োগ করতে পারি তার জন্য আমাদের এখানে কেন্দ্র বাহিনী প্রয়োজন।”

আরও পড়ুনঃ কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানা এবং আহমেদপুর ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী। এলাকায় চলছে পুলিশি টহলদাড়ি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here