নকশালবাড়িতে বনধের সমর্থনে মিছিল চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
47

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

উত্তর দিনাজপুর ইসলামপুরের দারিভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। যদিও বিজেপি তরফ থেকে এদিন বনধ সফল করতে মিছিল বের করতে দেখা যায়। সেই মতো শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত নকশালবাড়িতে এদিন মিছিল বের করে নকশালবাড়ি ব্লকের বিজেপির কর্মী ও সমর্থকেরা। অভিযোগ যে হঠাৎ মিছিল চলা কালিন তৃণমূল কংগ্রেসের লোকজন হামলা চালায়।

নিজস্ব চিত্র

এই ঘটনায় ফলে বেশ কয়েকজন আহত হন। যার ফলে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নকশালবাড়ি থানার পুলিশ। এরপর আহতদের উদ্ধার করে নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।তবে এখনও থমথমে পরিবেশ তৈরি হয়েছে নকশালবাড়িতে। এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ মালদায় বনধের কারণে বিক্ষিপ্ত উত্তেজনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here