নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আবাস যোজনা প্রকল্পে দূর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ বিজেপি।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌর সভার।তাই পৌরসভার তিন কাউন্সিলর হাইকোর্টের দ্বারস্থ হলেন ।জানায়ায় রামজীবনপুর পুরসভার মোট ১১ টি ওয়ার্ড, তার মধ্যে তিন টি ওয়ার্ড বিজেপির দখলে,আর সেই ওয়ার্ডের বিজেপি কর্মী সর্মথক ও এলাকা বাসীদের আবাস যোজনার বাড়ী না দিয়ে তাদের বঞ্চিত করা হচ্ছে এমনি অভিযোগ তুলে সরব বিরোধী বিজেপি কাউন্সিলার । আর তারি প্রাতিবাদে সাধারন মানুষ দের বাড়ি পাইয়ে দিতে আদালতের দ্বারস্ত হল বিজেপি।
বিজেপির ১ নং ওয়ার্ড কাউন্সিলর গোবিন্দ প্রাসাদ মুখার্জী বলেন দীর্ঘদিন যাবত আমাদের পৌরসভার চ্যেয়ারম্যান নির্মল চৈধুরী আমাদের বিরোধী ৩ জন কাউন্সিলার কে কিছু না জানিয়ে পৈরসভার সমস্ত প্রাকল্পের কাজ বেনিয়মে করেছে, ও পক্ষপাতিত্ব করছে।এর ফলে আমাদের ১,২,১১ এই তিনটি ওয়ার্ডে সেই ধরনের উন্নয়ন মুলক কাজ হচ্ছেনা এবং সব থেকে গুরুত্ব পূর্ন বিষয় প্রাধান মন্ত্রী আবাস যোজনার প্রাকল্পের বাড়ী থেকে বঞ্চিত করা হচ্ছে এই তিন ওয়ার্ডের বাসিন্দাদের, কারন আমরা এই তিন টি ওয়ার্ড থেকে বেশ কয়েকজনের নাম পাঠিয়েছিলাম আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কিন্তু তারা এখনো বাড়ি পায়নি , আমরা মনে করছি সেই নাম গুলো চ্যেয়ারম্যান বাতিল করে দিয়েছে।একেই অভিযোগ ২ নং কাউন্সিলর মানসী চৌধুরী বলেন, এবিষয়ে চ্যেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে উনি এ বিষয়ে কোন কর্ণপাত করেননি, তাই আমরা প্রাথমে মহকুমা শাসক ও জেলাশাসকে বিষয়টি লিখিত জানিয়ে ছিলাম কিন্তু তাতেও কোন সুরাহা না হওয়ায় আমরা আলতের দ্বারস্থ হয়েছি আশাকরছি আমরা এবার সু বিচার পাবো। এ বিষয়ে পৌরসভার চ্যেয়ারম্যান নির্মল চৌধুরী বলেন বিরোধীরা কথায় কথায় আদালতে গেলে আমরা মনে করছি উন্নয়নে বাধা আসতে পারে। আর আবাস যোজনায় যোদি বলেন তবে এই প্রাকল্পে কোন বেনিয়ম হয় নি নামের তালিকা পাঠানো হয়েছে সঠিক সময়ে বাড়ি নিশ্চই পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584