শ্যামল রায়,নদীয়াঃ
খৈনি খাবে বলে বন্ধুকে ১০০টাকা দিয়েছিল খৈনি কিনে আনার জন্য। বন্ধু খৈনি কিনে না এনে মদের আসরে বসেছিল। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে মদের আসরে দেখতে পেয়ে বন্ধুকে হাত-পা বেঁধে চোখ উপড়ে খুন করার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বন্ধুর নাম সনজিৎ মন্ডল। ঘটনাটি চাকদা থানা আর যশরা এলাকার।
চাকদা থানার পুলিশ জানিয়েছে খুনের অভিযোগ পেয়েছি অভিযুক্ত পল্লব রাইকে ধরতে সমস্ত রকম তল্লাশি শুরু হয়েছে।
শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
জানা গিয়েছে যে ২৬ মে বন্ধু পল্লব রায় খৈনি খাবে বলে তার বন্ধু সনজিৎ মন্ডল কে ১০০ টাকা দেয় খৈনি কিনার জন্য। বন্ধু সনজিৎ মন্ডল খৈনি না কিনে ওই টাকা দিয়ে মদের আসরে বসে ছিল বলে অভিযোগ। বন্ধু পল্লব রায় রাগে বন্ধুকে মদের আসর থেকে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে চোখ উপড়ে খুন করেছে বলে অভিযোগ। মৃতের পরিবার তরফ থেকে পল্লব রায় বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে থানায়। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ফিচার ছবি সংগৃহীত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584