নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে রিজেন্ট পার্কে ধৃত ১

0
151

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

নয় বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে তারক সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ।এই ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত ব্যক্তির উপর চড়াও হয় এলাকাবাসী। যার জেরে রবিবার রাত ৯.৩০ নাগাদ তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় পূর্ব পুটিয়ারির দক্ষিণ পাড়াতে ।

rape | newsfront.co
প্রতীকী চিত্র

ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে নিয়ে যেতে হিমশিম খায় পুলিশ।নয় বছরের ওই নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী। সন্ধ্যা থেকে পাড়ার ক্লাবের মাঠে খেলা চলছিল। সেই খেলা দেখতে গিয়েছিল ওই নাবালিকা।

তখনই অভিযোগ সেই সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পাড়ার এক ব্যক্তি তার শরীরের হাত দিয়ে অভভ্য আচরণ করেন। এরপর ওই নাবালিকা বাড়িতে এসে পরিবারকে জানায় গোটা ঘটনার কথা। তখন পাড়ার বিভিন্ন লোকদের ছবি দেখিয়ে খুঁজে বের করা হয় অভিযুক্তকে। এরপর পাড়ার লোক পরিবারের লোক অভিযুক্ত তারক সাহার বাড়িতে গিয়ে চড়াও হয়।

আরও পড়ুনঃ মালবাজারে বালি বোঝাই ট্রাক উল্টে বিপত্তি

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ।পরিস্থিতি খারাপ হতে শুরু করলে আরও পুলিশ আসে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। অবশেষে দীর্ঘক্ষণ পর ওই ব্যক্তিকে কোনো রকমে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। প্রসঙ্গত, এই ঘটনায় মধ্যস্থতাকারী একজনকে রাস্তায় দৌড় করিয়ে ছাড়ে উত্তেজিত জনতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here