সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
এক লক্ষ টাকা চেয়ে না পাওয়াই চিঠি দিয়ে ডেকে চড় থাপ্পর ও লাথি মেরে জোরপূর্বক মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল আবগারি দফতরের অফিসারের বিরুদ্ধে।অভিযুক্ত লিন্টন তপাদার।ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থানার পৈলানে।গত দুই মাস আগে ডব্লিউ বি ০৩ ,সি ৫৪৩৭ মালবাহী ম্যাজিক কবরডাঙ্গা থেকে চাম্পাটি ও গোবিন্দপুর বাজারে প্রতি দিনের কাটার মাছ পাইকারী দিয়ে ফিরছিল।পৈলানের কাছে থেকে একটি ভাড়া ধরে চালক।
যারা ভাড়া করেছিল তারা মাছের খাবার আনবে বড়বাজার থেকে,বলে ভাড়া করে,কিন্তু বড়বাজারে গিয়ে তারা চিটে গুড় লোড করে নিয়ে আসে।যথারীতি পৈলানে।ম্যাজিক গাড়িটি খালি করে ফেরার পথে রোডে যাওয়া আবগারি দফতরের অফিসারদের চোখে পড়ে।আবগারি দফতরের অফিসারেরা গাড়িটিকে দাঁড় করিয়ে আবগারি দফতরের থানায় নিয়ে গিয়ে অন্যান্য জায়গা থেকে বাজেয়াপ্ত করা চোলাই মদের ড্রাম,গুড় লোড করিয়ে ছবি তোলে।ডায়মন্ড হারবার নিয়ে যাওয়ার জন্য চালক ও খালাসিকে বলে।তারা তা নিয়ে যেতে অস্বীকার করাই মারধর শুরু করে।গাড়ির মালিক পরিতোষ সরকারকে ফোন করে সমস্ত কথা জানায়।
পরিতোষ গাড়িটির লোন পরিশোধ করার জন্য কর্মসূত্রে বাইরে বাইরে কাজ করে। গাড়িটির লোনের টাকা পরিশোধ করে।চালক ও খালাসিকে জোর পূর্বক নিয়ে যাই ডায়মন্ড হারবার সেখানে গিয়ে গাড়িটি আটকে দেয় আবগারি দফতরের অফিসারেরা।পরিতোষ খবর পেয়ে তড়িঘড়ি চলে আসে।পরে বিষ্ণুপুর থানায় আসেন।বিষ্ণুপুর থানা থেকে জানতে পারে যে আবগারি দফতরের অফিস পৈলানে পরিতোষ পৈলানে গিয়ে দেখা করে।পৈলান থেকে আবারও ডায়মন্ডহারবারে পাঠানো হয়।ডায়মণ্ডহারবার থেকে জানানো হয় যে চিঠি দিয়ে জানানো হবে। তারপর দীর্ঘ দুই মাস পরে চিঠি আসে। শনিবার পরিতোষ সরকারের কাছে পরিতোষ সরকার যথারীতি সোমবারে যায়।
পরিতোষ সরকারকে এক লক্ষ টাকা ডিমান্ড করা হয় বলে অভিযোগ।আবগারি দফতরের অফিসার লিন্টন তপদার,পরিতোষ সরকার দিতে অস্বীকার করাই মারধর করে। জোর পূর্বক মুচলেখা লিখিয়ে নেই।পরিতোষ বিষ্ণুপুর থানায় এলে মেডিক্যাল করতে বিদ্যাসাগর হসপিটালে পাঠানো হয়।পরিতোষ সরকার আবগারি দফতরের অফিসার সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।আলিপুর আদালতের দ্বারস্থ হন। পরিতোষ সরকারের বাড়ি হরিদেবপুর থানার নব পল্লিতে।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার প্রাক্তন বিধায়কের গাড়ির চালক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584