ছাত্র ভর্তির নামে তোলাবাজির অভিযোগে মিছিল,গ্রেপ্তার

0
258

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

কলেজে কলেজে ছাত্র ভর্তি করে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।এমন কি মুখ্যমন্ত্রীকেও পথে নামতে হয়েছে।এই তোলাবাজির বিরুদ্ধে
আজ নকশালপন্থী শিক্ষার্থী ও যুব সংগঠন আইসা ও আর ওয়াই এ’র পক্ষ থেকে ডাক দেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয় চলো। দুপুর ২টা নাগাদ কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে শতাধিক ছাত্র যুবর মিছিল এলাকা পরিক্রমা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে পৌঁছায় ও সেখানে ছাত্রছাত্রীদের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। উপস্থিত সকলের সামনে তৃণমূলের তোলাবাজির স্বরূপ বিবিধ উদাহরণ সহ তুলে ধরে আরো জোরালো ও লাগাতার আন্দোলনের আহ্বান রাখেন আইসার রাজ্য সভাপতি কমরেড নীলাশিষ বসু, যুগ্ম সম্পাদক কমরেড আকাশ দেশমুখ ও আর ওয়াই এ’র রাজ্য সংগঠক কমরেড অপূর্ব ঘোষ।

নিজস্ব চিত্র

সমাবেশ থেকে আইসার কমরেড সৌমেন্দু মিত্র, শুভাশীষ দাস ও চন্দ্রনারায়ণ ব্যানার্জী এই তিনজনের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই দূর্নীতি অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে ও এই বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতিকে ধিক্কার জানিয়ে স্মারকলিপি দিতে যান। কিন্তু এই সময়ে ক্যাম্পাসে উপাচার্য, সহ-উপাচার্য এমনকি রেজিস্ট্রার পর্যন্ত অনুপস্থিত থাকায় প্রতিনিধি দল কর্তৃপক্ষের উপস্থিত ব্যক্তিদের কাছে ডেপুটেশন জমা দিয়ে এসে এই কথা সমাবেশে জানালে উপস্থিত ছাত্রছাত্রীরা গেটের সামনেই নাছোড়বান্দা মনোভাব নিয়ে উপাচার্য না আসা অবধি অবস্থান করবেন বলে জানান। তখন পুলিশ আইসার রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু, সহসভাপতি শ্রীমতি, আর ওয়াই এ’র রনজয় সহ সকল প্রতিবাদী ছাত্রছাত্রীদের তড়িঘড়ি করে গ্রেপ্তার করে জোড়াসাঁকো থানায় নিয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here