মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ জুলাই তাঁর কোচবিহারের চ্যাংরাবান্ধায় একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মুখ্যমন্ত্রীর আসার খবর জানিয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ৯ জুলাই তিনি বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়িতে আসবেন। সেদিন তাঁর উত্তরকন্যায় থাকার কথা রয়েছে। পরের দিন অর্থাৎ ১০ জুলাই বেলা আড়াইটা নাগাদ চ্যাংরাবান্ধায় এসে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। ওই বৈঠকের পর ফের শিলিগুড়িতে ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর আসার খবর নিশ্চিত হতেই প্রশাসনিক বৈঠক নিয়ে জেলা প্রশাসনের অধিকারিকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চ্যাংরাবান্ধা অডিটোরিয়ামে ওই বৈঠক হবে। চ্যাংরাবান্ধার উন্নয়ন মূলক কাজের পাশাপাশি জেলার অন্যান্য উন্নয়ন মূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584