মহিলাদের মারধোর বাড়ি ভাঙচুরের অভিযোগ আবগারি দপ্তরের চোলাই বিরোধী অভিযানের বিরুদ্ধে

0
80

তপন চক্রবর্তী,উত্তরদিনাজপুরঃ

বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের পাতিপুকুর গ্রামে অবৈধ চোলাই মদের ভাটি ভাঙার সাথে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ আনলো পাতিপুকুর গ্রামের আদিবাসীরা আবগারি দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পাতিপুকুর আদিবাসী পাড়ায়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে আবগারি দপ্তর।এই ঘটনায় হেমতাবাদের পাতিপুকুর আদিবাসী পাড়ায় উত্তেজনা দেখা দিয়েছে।

গ্রামবাসীরা মারধোরের অভিযোগে ঐক্যবদ্ধ। নিজস্ব চিত্র

জানা যায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের পাতিপুকুর আদিবাসী পাড়ায় অবৈধ চোলাই মদ তৈরি ও ব্যাবসা চালানোর খবর পেয়ে জেলা আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্টের নেতৃত্বে দপ্তরের কর্মীরা হানা দেয়।নষ্ট করে দেওয়া হয় বেআইনি চোলাই মদ তৈরির উপকরন ও সরঞ্জাম। কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করে আবগারি দপ্তর।এদিকে এলাকার আদিবাসী মহিলাদের অভিযোগ, চোলাই মদ অভিযান করতে এসে নির্বিচারে মহিলাদের ব্যাপক মারধর করে। আদিবাসী মহিলা রানী মুর্ম জানান যে,”এই চোলাই মদ তৈরি করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।আমরা গরীব দুঃস্থ মানুষ, পেটের তাগিদেই এই কাজ করতে হয় তাদের।”আবগারি দপ্তরের কর্মীরা অভিযানের নামে এলাকার মহিলাদের মারধর করার পাশাপাশি বাড়িঘরেও ভাঙচুর চালিয়েছে অভিযোগ এলাকার আদিবাসী মহিলাদের।এব্যাপারে জেলা আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট তপন কুমার মাইতি জানিয়েছেন, শুধুমাত্র অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির উপকরন ও সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়েছে। কোনও মারধর বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।আবগারি দপ্তরের আধিকারিক তপন কুমার মাইতি বলেন অভিযান চালানোর সময় এলাকার মহিলারা গাড়ি আটকানোর চেষ্টা করে এবং ঢিল ছোঁড়ে। তাদের ছোঁড়া ঢিলের আঘাতে জখম হন দপ্তরের একজন আধিকারিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here