নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জগারডাঙা অঞ্চলের ললিতপুর গ্রামে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী ।নিহত স্ত্রী রানী মুর্ম (৩০)।পরকিয়া সম্পর্কের জেরেই এই খুন বলে পুলিশের অভিমত।ঘটনার প্রকাশ এই যে, শনিবার রাতে নিজের ঘরে স্ত্রী রাণীকে স্থানীয় এক যুবকের সঙ্গে অাপত্তি কর অবস্থায় দেখে ফেলে স্বামী শম্ভু। আর এতেই রাগে রাতেই স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে সে।এর ফলে গুরুতর জখম হয় রাণী। তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয় ।
রবিবার সকালে জখম স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা না করে শম্ভু ঘর থেকে পালিয়ে যায়। সন্ধ্যায় ঘরে ফিরে এসে স্বামী শম্ভু দেখে স্ত্রী মারা গিয়েছে। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় খবর দেয় পুলিশে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামী শম্ভু মুর্মুকে।
আরও পড়ুনঃ কোচবিহারে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584