ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ
বিশ্বব্যাপী সাইবার হ্যাকারদের দুষ্ট চক্র বেড়ে চলেছে ক্রমশ,আর সেই সাথে বাড়ছে ব্যাক্তিগত তথ্য লোপাটের ঝুঁকিও। এক্ষেত্রে হ্যাকাররা অবশ্য ফেসবুকে তাদের প্রাথমিক টার্গেটে রেখেছে।গত মাসের শুরুর দিকে সারা বিশ্বের 29 মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানা যায়।সোস্যাল মিডিয়া জায়েন্ট এর সংবাদ শিরোলিপি সূত্রে।চুরি হচ্ছে নাম,বয়স,ফোন নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠান সহ এই জাতীয় তথ্য যা ফেসবুক গ্রাহকরা তাদের প্রোফাইলে শেয়ার করে রেখেছেন। ইতিমধ্যে ফেসবুক এবং মার্কিন যুক্তরাজ্যের নিরাপত্তা ও তদন্তকারী সংস্থা এফ বি আই এর যৌথ তৎপরতায় তদন্ত শুরু হয়েছে ।
আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হন তাহলে আপনার এফ বি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা জানবেন কীভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেওয়া নীচের স্টেপ গুলি ফলো করতে পারেন ।
১.প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একটি ডেস্কটপে লগইন করুন ।এরপর ফেসবুক হেল্প লাইনে যান । (https://www.facebook.com/help/securitynotice) website
২.পেজটি ক্লিক করুন । ওখানে ” If my facebook account impacted by the security issue? ” এটি কে ক্লিক করুন।
যদি আপনার অ্যাকাউন্ট টি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি সবিস্তারে তা জানতে পারবেন।আর যদি হ্যাক না হয়ে থাকে তাহলে আপনাকে সেরকম কিছু জানানো হবে না।
কয়েক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তথ্য লোপাটের অভিযোগ উঠেছিল ফেসবুকের বিরুদ্ধে,বিতর্কের ঝড়ে শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়।তথ্য সুরক্ষার প্রশ্নে ফেসবুক বন্ধের জোর দাবীও উঠেছিল সারা বিশ্ব জুড়ে।এভাবে বারবার তথ্য নিরাপত্তার গলদের মুখে পড়েছে ফেসবুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584