তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বাম কর্মীদের আদালতে আত্মসমর্পণ

0
73

শিব শংকর চট্টোপাধ্যায়,দক্ষিন দিনাজপুরঃ

পঞ্চায়েত ভোটে তপনের দুর্গাপুর এলাকায় তৃণমূল কর্মী জিল্লুর রহমান খুনের ঘটনায় অভিযুক্ত তেরো জনকে বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতে নিজেদের আত্মসমর্পণ করল। আত্মসমর্পণকারী তেরো জনই বাম কর্মী সমর্থক বলে জানা গেছে।সমগ্র ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।

নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খুন হয়েছিল জিল্লুর রহমান।খুনের পর মামলা দায়ের হয় তপন থানায়।ঘটনায় পুলিশ চার্জশিট জমা দেয় আদালতে।মোট তেরো জনের নামে চার্জশিট জমা পরে। অভিযুক্ত তেরো জনই আগাম জামিনের আবেদন জানান আদালতের কাছে।সেই আবেদন খারিজ হওয়ার পরই তাদের নামে গ্রেফতারি পরওয়ানা জারি হয়। এদিন বালুরঘাট জেলা আদালতে আনিসুর রহমান,আব্দুল গণি সহ মোট তেরো জন নিজেদের আদালতে আত্মসমর্পণ করে।

এবিষয়ে সরকারি আইনজীবী সুভাষ চাকি জানান,তপনের দুর্গাপুর এলাকায় পঞ্চায়েত নির্বাচনের সময় জিল্লুর রহমান নামে একজন মারা যান। সেই মামলায় পুলিশ তেরো জনের নামে চার্জশিট জমা দেয়।আগাম জামিনের জন্য আবেদন করলেও তা আদালত মঞ্জুর করেনি।ফলে তাদের নামে গ্রেফতারি পরওয়ানা জারি হয়। অবশেষে এদিন ওই তেরোজন আদালতে নিজেদের আত্মসমর্পণ করে। যদিও ঘটনার খুনের কথা অস্বীকার করেছেন বামফ্রন্টের জেলা নেতৃত্ব।মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের কর্মী সমর্থকদের।

আরও পড়ুনঃ পিতার মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here