শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ খুজে পেতে সহযোগীতা করছে না প্রশাসন।
এই অভিযোগে রবিবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মাহিনগর এলাকায় পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। শনিবার জামাইবাবু অসিত শীল-এর সাথে বালুরঘাটের আত্রেয়ী নদীতে স্থান করতে নেমে তলিয়ে যায় তিন জন।তিন জনকে তলিয়ে যেতে দেখে স্থানীয় বাসিন্দা মিলন মন্ডল একজনকে এবং অসিত শীল একজনকে বাচাতে সক্ষম হলেও নদীর জলে তলিয়ে যায় ৯ বৎসর বয়সী তৃতীয় শ্রেণীর ছাত্র দেব হাজম।এরপর স্থানীয় বাসিন্দাদের চেষ্টার পাশাপাশি প্রশাসনিক চেষ্টার পরও খোঁজ মেলেনি দেব হাজম-র।সন্ধ্যার পর আলোর অভাবে নদীতে তল্লাশির কাজ বন্ধ রাখে স্থানীয় বাসিন্দারা।এরপর শনিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ ছাত্রের উদ্ধারকার্জ শুরু করার তৎপরতা না দেখায় স্থানীয় বাসিন্দারা বালুরঘাটের মাহিনগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।প্রায় ঘন্টা খানেক চলে এই বিক্ষোভ।এরপর ঘটনাস্থলে পুলিশ পৌছলে পুলিশের সাথে অবরোধকারীদের তুমুল বাকবিতন্ডা শুরু হয়।স্থানীয় বাসিন্দা মিলন মন্ডল বলেন “বাচ্চাটাকে যাতে খুজে পাওয়া যায়, যাতে দেহটা বাড়ীতে পৌছে দিতে পারি সেই জন্য আমরা প্রশাসনের সহযোগীতা চাইছি।”

অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় এবং পরিস্থতি কিছুটা স্বাভাবিক হয়। শনিবারও স্থানীয় বাসিন্দারা নিজস্ব উদ্যোগে বালুরঘাটের খিদিরপুর এলাকায় নেটিং করে নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে। নিখোঁজ ছাত্র দেব হাজমের মা দিপ্তী হাজম জানিয়েছেন বাড়ী থেকে পিয়ারা পাড়ার কথা বলে বেরিয়েছিল দেব।এরপর দেব নদীতে স্থান করতে যায়।ঘটনায় শোকের ছায়া এলাকায়।শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ খয়রাশোলে গুলিবিদ্ধ তৃণমূল ব্লক সভাপতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584