পণের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

0
452

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

এক গৃহবধূকে পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়া শহরের বড়কালীতলা এলাকায়। এবিষয়ে নির্যাতিতা ঐ গৃহবধূ বাঁকুড়া সদর মহিলা থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Accused of abusing housewife for dowry
নির্যাতিত গৃহবধূ।নিজস্ব চিত্র

গত বছর ৮ আগষ্ট পুরুলিয়ার সাঁতুড়ি থানার গড়শিকা গ্রামের এক তরুণীর সঙ্গে বাঁকুড়া শহরের বড়কালীতলা এলাকার কৃষ্ণ ধীবরের সঙ্গে বিয়ে হয়। ঐ তরুণীর মা ছোটো বেলায় মারা যাওয়ার কারণে বাঁকুড়া শহরের মামা বাড়িতে থাকতে শুরু করে।

Accused of abusing housewife for dowry
কৃষ্ণ ধীবর,অভিযুক্ত। নিজস্ব চিত্র

এখানেই থাকার সময় কৃষ্ণ ধীবরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। প্রথম দিকে শ্বশুর বাড়ির লোক এই বিয়ে মেনে না নিলেও পরে সব মেনে নেয়।

Accused of abusing housewife for dowry
নির্যাতনের চিহ্ন।নিজস্ব চিত্র

নির্যাতিতার ঐ গৃহবধূর অভিযোগ, বিয়ের তিন মাস পর থেকে নগদ টাকা, গয়নাগাটি ও মৌটর বাইকের জন্য শ্বশুর বাড়ির লোক চাপ দিতে থাকে।

Accused of abusing housewife for dowry
অভিযোগ পত্র।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মদ বিক্রির প্রতিবাদে থানা ঘেরাও স্থানীয় গৃহবধূদের

পরে স্বামী কৃষ্ণ ধীবর তাকে তাল মামাবাড়ি নিয়ে গিয়ে অন্ধকার ঘরে আটকে রেখে মারধোর করতো বলে তিনি অভিযোগ করেন। এই অবস্থায় তিনি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

Accused of abusing housewife for dowry
নিজস্ব চিত্র

যদিও অভিযুক্ত কৃষ্ণ ধীবর তার স্ত্রীর অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, আমি মামাবাড়ি মুকুটমনিপুরে জমি কিনে বাড়ি তৈরী করে থাকতে চেয়েছিলাম। স্ত্রী সেই কথায় রাজী না হয়ে মিথ্যে অভিযোগ করছে বলে তিনি দাবী করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here