জমি বিবাদের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ দেওর-ভাসুরের বিরুদ্ধে

0
38

মনিরুল হক, কোচবিহারঃ

জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে নিজের মেজো ভাইয়ের স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছোট ভাই ও বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,সোমবার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ১৬৫ উছলপুকুরি গ্রামের ভোটকুড়া এলাকায়। ঘটনার পরই আক্রান্ত ওই মহিলা মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Accused of beating housewife for land dispute
আক্রান্ত গৃহবধূ। নিজস্ব চিত্র

এদিনের ঘটনার সূত্রপাত কৃষি জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে। অভিযোগ,জমির আলের মাঝখান দিয়ে ছোটো ভাই বেড়া দিতে গেলে তাতে বাঁধা দেয় মেজো ভাইয়ের স্ত্রী। এরপরই বেজায় ক্ষেপে যান ছোট ভাই। এরপর সেই ভাই ডেকে আনেন বড় ভাইকে। তারপরই তাঁরা দুই ভাই মিলে আক্রমন করেন মেজো ভাইয়ের স্ত্রীকে বলে অভিযোগ।

এদিন মেজো ভাইয়ের স্ত্রী দয়ামনী রায় ডাকুয়া অভিযোগ করে বলেন, আমাদের জমির বেড়ায় সীমানা দিতে গেলে বাঁধা দিই আমি। আর তারপরেই চড়াও হয় আমার উপর। একই সাথে তাঁর স্বামীর অভিযোগ, ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যাই আমি। এরপর আমি আমার স্ত্রীকে নিয়ে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি, সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এরপরই তাঁর স্বামী এবং ওই মহিলা মিলে অভিযুক্তদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে এই অভিযোগকে সম্পূর্ন ভিত্তিহীন ও উদ্দ্যেশ্য প্রনোদিত বলে উড়িয়ে দিয়েছেন বড়ভাই তথা উপপ্রধান রথীন রায় ডাকুয়া। ওই ঘটনা অস্বীকার করে তিনি বলেন, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এর সাথে আমার কোনও যোগ নেই। আগে থেকেই আমার ছোটভাইয়ের সাথে মেজো ভাইয়ের স্ত্রীর বিবাদ লেগেই ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here