শ্যামল রায় ,কালনাঃ
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মাসুরা খাতুন বয়স ১৯। ঘটনাটি ঘটেছে নাদন ঘাট থানার অন্তর্গত ইসলামপুর গ্রামে। বাপের বাড়ির তরফ থেকে নাদন ঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে যে অভিযুক্তরা পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে 2 বছর আগে মাসুরা খাতুন এর সাথে বিয়ে হয় রফিকুল মন্ডল এর।
বিবাহের এক বছরের মধ্যেই একটি কন্যা সন্তানের জন্ম হয়। অভিযোগ ওঠে মেয়ে সন্তানের জন্ম দেওয়ায় শ্বশুরবাড়িতে নানা রকম গুঞ্জন এবং মানসিক অত্যাচার শুরু হয়ে যায়। বাড়ির অনেকেই বলতে থাকেন যে আবার কন্যা সন্তান হবেই। তাই নিয়ে শুরু হয়ে যায় অশান্তির বাতাবরণ। মাঝে মাসুরা খাতুন বাপের বাড়িতে চলে যায়।
পরে মীমাংসা হলে মাসুরা খাতুন শ্বশুর বাড়িতে চলে আসে। শ্বশুর বাড়ীতে এসেও লাঞ্ছনা-গঞ্জনা কম হয় না। অভিযোগ যে ফের শুরু হয়ে যায় বাড়িতে অশান্তি এবং অত্যাচার।
মঙ্গলবার বিকেল নাগাদ অগ্নিদগ্ধ হন মাসুরা খাতুন। অগ্নিদগ্ধ অবস্থায় মাসুরা কে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই মৃত্যু হয় ওই গৃহবধূর। বাপের বাড়ির পরিবারের সদস্যদের অভিযোগ মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। জানা গিয়েছে যে
শ্বশুর শামসুল মন্ডল শাশুড়ি আকলি বিবি , স্বামী রফিকুল মন্ডল দেওর আনারুল মন্ডল এর নামে অভিযোগ করা হয়েছে থানায়।পুলিশ মৃত্যুর তদন্ত শুরু করেছে বলে প্রাথমিকভাবে খবর।
আরও পড়ুনঃ নবদ্বীপে বিজেপির ডাকা বনধের মিশ্র প্রতিক্রিয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584