মনিরুল হক, কোচবিহারঃ
মদ খেতে বাধা দেওয়ায় মাকে গুলি করে খুন করল ছেলে। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে দিনহাটা ২নং ব্লকের নয়ারহাট গ্রামপঞ্চায়েতের আবুতারায়।আজ সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে দিনহাটার আবুতারা বাজারের কাছে।মাকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

এলাকায় রয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ।স্থানীয়রা গুলিবিদ্ধ মাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে।পুলিশ মৃত ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম বানুবালা দাস(৫৫)। তার বাড়ি আবুতারা বাজার সংলগ্ন এলাকায়।অভিযুক্ত ওই ছেলের নাম সাগর দাস। সে বর্তমানে পালাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সন্ধ্যায় আবুতারা বাজারের মদের দোকানে মদ খেয়ে মাতলামো করছিল ওই যুবক।স্থানীয়রা সেই খবর তার বাড়িতে জানালে ছুটে আসে তার মা ও স্ত্রী।তারা মা ও স্ত্রী তাঁকে বাধা দিলে সে তাঁর কোমর থেকে পিস্তল বের করে তার স্ত্রীর দিকে লক্ষ্য করে গুলি করতে গেলে তার মা সামনে আসে দাঁড়ায়।সে সময় তাঁর মা কেই গুলি লাগে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় বানুবালা দাসকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
দিনহাটার এসডিপিও উমেশ জী খন্ডোয়াল বলেন, ঘটনার কথা শুনেছি। সাথে সাথেই অফিসাররা ঘটনাস্থলে ছুটে গেছে।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে।তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584