মনিরুল হক,কোচবিহারঃ
ব্যবসায়ী বন্ধুকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে তিনবন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার ২ নং ব্লকের পুন্ডিবাড়ি থানার উত্তর কালারায়ের কুঠি এলাকার একটি কলা বাগান থেকে মাটির নিচ থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে পুলিশ।মৃতের পরিবারের পক্ষ থেকে পুন্ডিবাড়ি থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নেমে মঙ্গলবার এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পর আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই ব্যবসায়ী খুনের কিনারা করে পুলিশ। আজ পুলিশ ওই এলাকায় গিয়ে ওই কলা বাগান থেকে মাটি খুঁড়ে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
ধৃতদেরকে কোচবিহার আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়।
জানা গেছে, রবিবার রাতে রফিকুল ইসলাম কদমতলা বাজারে গিয়েছিল। সেই বাজার থেকে আর ফেরেনি। সেদিন রাতে পুন্ডিবাড়ি থানায় গিয়ে তার দাদা নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। পরের দিন সকালে এলাকায় তারা জানাতে পারে রফিকুলের এক বন্ধুর বাইককে করে কদমতলার বাজারে যায়। সেখানে তাদের এক সাথে অনেকে দেখেছেন বলে অভিযোগ। তখন মৃতের পরিবারের সন্দেহ হয় ওই বন্ধুর উপর। তারা সোমবার বিকেলে ওই বন্ধুর নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যবসায়ীকে খুনের কথা স্বীকার করে নেন এবং কোথায় রেখেছেন ব্যবসায়ীর মৃতদেহ তা জানিয়ে দেয়। পরের দিন পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেন। ধৃতদের কাছ থেকে পুলিশ জানতে পারে ওই এলাকার একটি কলা বাগানে ব্যবসায়ীকে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। পরে পুলিশ সেখানে গিয়ে মাটি খুঁড়ে রফিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে।পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম। তার বাড়ি উত্তর কালারায়ের কুঠি এলাকায়। মৃতের পরিবারের পক্ষ থেকে সহিদুল হক, নেবারুদ্দিন মিয়াঁ, ফজলে মিয়াঁ, সুনিল রায় নামে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই ব্যবসায়ীর মৃতদেহের কিনারা করা হয়। ধৃত সহিদুল ইসলামের বাড়ি থেকে প্রায় ১০০-১৫০ মিটার দূরে একটি কলা বাগান মাটিতে লাশ পুঁতে রাখেন। সেখানে পুলিশ গিয়ে ওই কলা বাগান থেকে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।অভিযুক্ত একজনের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ জানা গেল ডায়মন্ড হারবারে উদ্ধার মুন্ডহীন দেহের পরিচয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584