ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
চলে গেলেন বলিউডের অন্যতম সেরা কোরিওগ্রাফার সরোজ খান। গত ২০ই জুন তিনি মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলের এক হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। শুক্রবার রাত ১:৫২ নাগাদ কার্ডিয়াক অ্যারেস্ট তাঁর জীবনাবসান ঘটে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস সংক্রান্ত রোগে ভুগছিলেন।
তাঁর মেয়ে সুকণ্যা খান সংবাদমাধ্যমকে জানান যে সরোজ খান কভিড১৯ আক্রান্ত ছিলেন না, ঠান্ডা লেগেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তিনি আরও জানান যে আর দু একদিনের মধ্যেই তাঁর মাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল।
তিনি তাঁর ৪ দশকের কর্মজীবনে ২ হাজারের বেশি গানে কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছেন। ৩ বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সরোজ খান ‘মিঃ ইন্ডিয়া’ সিনেমার হাওয়া হাওয়াই, ‘তেজাব’এর এক দো তিন,’বেটা’র ধকধক করনে লাগা, দেবদাস’এর ডোলারে ডোলারে প্রমূখ গানে কোরিওগ্রাফি করেছেন।
জানা গেছে তাঁকে মুম্বাইয়ের মালাড এলাকার আহলে সুন্নাত কবরস্থানে সমাহিত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584