আছি বাংলার পাশে

0
180

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা ও আমপানের জোড়া ধাক্কায় বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। এই কঠিন সময়ে একজোট হয়ে বাংলার পাশে থাকার বার্তা দিলেন এপার বাংলা এবং ওপার বাংলার সঙ্গীতশিল্পীরা। বাংলার পাশে তাঁরা সবসময় আছেন। সেই বার্তা নিয়েই গান বাঁধলেন সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জি।

singers | newsfront.co

বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তী-র ভাবনায় ও কথায় এবং সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জি-র সুরে ও সঙ্গীত পরিচালনায় বিশ্ব সংগীত দিবস উপলক্ষে তৈরি হল একটি নতুন বাংলা গান ‘আছি বাংলার পাশে’। শুভদীপ-চিরন্তনের এই প্রয়াসে সামিল হয়েছেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ।

এই গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী সুরেশ বাদকার, ইন্দ্রানী সেন, রাঘব চট্টোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অদিতি গুপ্ত, ইমন চক্রবর্তী, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্র দত্ত, কার্তিক দাস বাউল, শম্পা কুন্ডু, তিমির বিশ্বাস, আরশাদ আলী খান, সাশা ঘোষাল, মাহিরি বোস, চিরন্তন ব্যানার্জি, শামা রহমান, আলিফ আলাউদ্দিন, শাহরিয়ার রিফাত, সাবরিনা পরশী সহ দুই দেশের খ্যাতমান শিল্পীরা।

আরও পড়ুনঃ কালিকা স্মরণে পৌষালীর ‘সাইরন বাজিলো’

singers | newsfront.co

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই নতুন গানের মিউজিক ভিডিওটি।

এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন ভারতের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন বিশিষ্ট নৃত্যশিল্পী গুরু থাঙ্কামনি কুট্টি, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, কবি শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সঞ্জয় বুধিয়া, পরিচালক গৌতম ঘোষ, কবি বীথি চট্টোপাধ্যায়, কবি সুবোধ সরকার, ডাক্তার পূর্ণেন্দু রায়, অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি, সোমনাথ কুট্টি ও সঙ্কর্ষণ মুখার্জি। শুভদীপের কণ্ঠে উচ্চারিত হয়েছে জীবনানন্দের কবিতা। সংগীত আয়োজনে রয়েছেন দেবর্ষি মুখার্জি। রয়েছেন শুভায়ু সেন মজুমদার, সৌম্যজ্যোতি ঘোষ, ইন্দ্রায়ুধ মজুমদার, দীপশঙ্কর ভট্টাচার্যের মতো খ্যাতমান শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা। শব্দ নির্মাণ-এ দেবজিৎ ও ভিডিও সম্পাদনা করেছেন ভরত।

আরও পড়ুনঃ ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড’-এ সম্মানিত শুভশ্রী

এই মুহূর্তে বাংলা মৌলিক গান তৈরির তাগিদ অনুভব করেছেন শুভদীপ ও চিরন্তন। তাই বর্তমান প্রতিকূল অবস্থার পরিপ্রেক্ষিতে দুই বাংলার শিল্পীদের নিয়ে তৈরী হয়েছে এই মিউজিক ভিডিও। এই উদ্যোগটির মাধ্যমে তৈরী করা হচ্ছে একটি ত্রাণ তহবিল, যার সাহায্যে দুর্গত মানুষদের সাহায্য করা হবে।

ইতিমধ্যে শুভদীপ ও চিরন্তনের আরেকটি মৌলিক গানের ভিডিও ‘পৃথিবীর মন ভালো নেই’ পশ্চিমবঙ্গে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। চিরন্তন মনে করেন যে, গানের জগতে বাংলা মৌলিক গান আরও বেশি তৈরী হওয়া উচিত কারণ একজন গায়কের দায়বদ্ধতা থাকে তাঁর নিজের গানের প্রতি। সেই অনুভূতি থেকেই নতুন গান তৈরির পরিকল্পনা।

বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী বলেন, “এই সময়ে এমন কিছু কাজ করা উচিত যাতে আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পারি যাতে কোনো মানুষের মনোবল ভেঙে না যায়”। শুভদীপ ও চিরন্তনের এই প্রয়াসের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ ও আমেরিকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here