নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করল ছেলে। ছেলের মৃত্যুর অভিযোগে তার স্ত্রীকে জেল খাটায় শ্বশুর বাড়ির লোকেরা। তবে এখানেই থেমে থাকেনি ছেলের বাড়ির লোক।
ছেলের মৃত্যুর বদলা নিতে অভিযুক্ত স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা শহরের পশ্চিম সর্বমঙ্গলাপল্লী এলাকায়। পরিবারের লোকেরা গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুনঃ তৃণমূল কর্মীর বাড়ি-বাইকে আগুন ধরাল বিজেপি-র দুষ্কৃতীরা
জানা গিয়েছে, গত বছর ইংরেজবাজারের বুড়াবুড়িতলা ভাঙাপাড়ার বাসিন্দা রাহুল ঘোষের সঙ্গে বিয়ে হয় পশ্চিম সর্বমঙ্গলা পল্লীর ওই মহিলার।
বিয়ের পর তাদের মধ্যে পারিবারিক বিবাদ শুরু হয়। গত তিন মাস আগে রেল লাইনে আত্মহত্যা করে মারা যায় রাহুল। পরিবারের লোকেরা স্ত্রী-সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী ৪০ দিন জেল হেফাজতে থাকে।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভে নিহত ৭
গত রবিবার জেল থেকে ছাড়া পায় রাহুলের স্ত্রী। শুক্রবার রাতে বাবার বাড়িতে একা ছিল সে। সেই সময় শ্বশুর বাড়ির লোকেরা ছেলের মৃত্যুর বদলা নিতে হামলা চালায় ওই মহিলার উপর।
অ্যাসিড ছুঁড়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে। এমনকি বাড়িতে লুটপাট চালায় বলে অভিযোগ। মহিলার পিঠে ও শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে পুড়ে যায়। প্রতিবেশিরা উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যায়। বর্তমানে ওই মহিলা মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584