নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব-১) স্বপন সরকারের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে টাকা চেয়ে মেসেজ করা হল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার ফেসবুকে নিজেই একথা জানান স্বপনবাবু।

অভিযোগ, যে কেউ বা কারা তার ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে তার পরিচিতদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠায়। এরপর বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে সতর্ক করে দেন তিনি। এর পাশাপাশি সাইবার থানাতেও অভিযোগ জানান তিনি।
আরও পড়ুনঃ করোনা সংক্রামিত রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী
যদিও পুলিশের অনুমান যে গোটা ঘটনার পেছনে কোন চক্র কাজ করছে। গত কয়েকদিন আগে প্রথম এনজেপি থানার এক সাব ইন্সপেক্টরের ছবি দেওয়া ফেক প্রোফাইল থেকে এমন মেসেজ যায় অনেকের কাছে।
তারপরই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। এবার খোদ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক এসিপি পদমর্যাদার অফিসারের সঙ্গেও এমন ঘটনা ঘটল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584