অ্যাক্রোপলিশের দশে পা

0
289

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

celebration | newsfront.co

নয় নয় করে দশটি বছর পার করল প্রযোজনা সংস্থা ‘অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড”। এই দশ বছরে বিনোদন দুনিয়াকে তার দেওয়া উপহারের সংখ্যা নেহাত কম নয়। বড় পর্দা এবং ছোট পর্দা, দুই ক্ষেত্রেই সমান ভূমিকা পালন করেছে এই সংস্থা৷ একইসঙ্গে ওয়েব সিরিজেও করে চলেছে বাজিমাত। একাধিক জনপ্রিয় ধারাবাহিক এসেছে এই সংস্থার হাত ধরে।

celebrity | newsfront.co

বকুল কথা, ইরাবতীর চুপকথা, ফিরকি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ওগো নিরুপমা, ধ্রুবতারা, সাঁঝের বাতি, রাশি, আমার দুর্গা, বধূবরণ সহ আরও বেশ কয়েকটি রয়েছে তালিকায়। ‘নগর কীর্তন’, ‘বন্য প্রেমের গল্প’ এই প্রযোজনা সংস্থারই সৃষ্টি।

award | newsfront.co

বরাবরই জীবনের গল্প আরও একটু অন্যভাবে স্থাপনের চেষ্টা করে এই প্রযোজনা সংস্থা। এহেন চেষ্টা অব্যাহত রেখেই কেটে গেল দশটা বছর। যেতে হবে আরও অনেকটা পথ- এমনই মন্ত্রে এগিয়ে চলেন সংস্থার সর্বময়ী কর্ত্রী স্নিগ্ধা বসু এবং তাঁর টিম।

আরও পড়ুনঃ একুশের নতুন গান ‘একুশে পা’

all celebrity | newsfront.co

আরও পড়ুনঃ এমন পরিবারটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

২৭ জানুয়ারি দশ বছরের জন্মদিন পালনে শহরের এক ঝাঁ চকচকে হোটেলে পার্টি সারল সংস্থা। হাজির ছিলেন বিভিন্ন ধারাবাহিকের কলাকুশলীরা সহ টলিউডের বহু পরিচিত মুখের সারি। সকলকে নিয়ে মুখরিত হয় পার্টি। সবরকমের সামাজিক বিধি মেনেই সম্পন্ন হয় আয়োজন। কাটা হয় কেক। সঙ্গে খানাপিনা তো ছিলই।
অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের জন্য রইল আগামীর শুভকামনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here