পিয়ালী দাস,বীরভূমঃ
ভুয়ো খবর,যাকে কেন্দ্র করে গণপিটুনি,আর এর জেরে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।সেই আতঙ্কে রাশ টানতে রাজ্য পুলিশের সাথে জেলা পুলিশও প্রচারে নামলো।সন্দেহভাজন ব্যক্তিদের গণপিটুনির ঘটনায় রাশ টানা যাচ্ছে না কোনভাবেই।একের পর এক ঘটনা নাড়া দিচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে।কখনো চোর, কখনো ছেলে ধরা সন্দেহে গণপিটুনি আবার কখনো কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় অপ্রীতিকর পোস্টের দরুন ঘটেই চলেছে নানান ঘটনা।এবার এই সকল ঘটনাই রাশ টানতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সরকারের তরফ থেকে থানা গুলিতে জানানো হয়েছে এ বিষয়ে নিজেদের এলাকায় মানুষকে সতর্ক করার জন্য নানান প্রচার চালাতে।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটতে থাকায় তা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসনও।মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন, গুজবে কান না দেওয়ার। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও এসব ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বীরভূম জেলায় ২৩ টি থানা এলাকা জুড়ে সাধারন জনগনদের উদ্দেশ্যে সতর্কতামূলক একটি প্রচারের গাড়ি বের করা হয়।সেই গাড়িটি বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে সাধারণ মানুষদের সতর্ক করেন গুজবে কান না দেওয়ার জন্য এবং অপ্রীতিকর কোনরকম ঘটনা ঘটিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বলা হয়।
পুলিশের তরফ থেকে প্রচারে যে বিষয় নিয়ে বলা হচ্ছে –
বাইরে বেরিয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনায় নিজেকে জড়িয়ে ফেলবেন না,শোনা কথা বা গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সংবেদনশীল কোন পোস্ট করবেন না – এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতির সম্পর্ক বজায় রাখুন,সোশ্যাল মিডিয়ায় শুধু সংবেদনশীল পোস্ট নয়, কমেন্টও করবেন না।যদি এ রকম কোন ঝামেলা বা সোশ্যাল মিডিয়ায় সংবেদনশীল পোস্টের বিষয়ে খবর পান তাহলে নিজে ঝামেলায় না জড়িয়ে স্থানীয় সিভিক,থানা বা অন্যান্য প্রশাসনের মাধ্যমকে জানান।
আরও পড়ুনঃ গুজবে ছড়ানো অশান্তি আটকাতে পুলিশের কড়া পদক্ষেপ
এবিষয়ে পুলিশ বা প্রশাসনকে জানানোর জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে প্রতিটি থানার ফোন নাম্বার ও তুলে দেওয়া হল পুলিশের তরফ থেকে।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান , এই ধরনের গুজব ও অপপ্রচার রুখতে জেলা পুলিশের একটি দল মানুষকে সচেতন করার জন্য প্রচার করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584