তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
মডেল কোড অফ কন্ডাক্ট আরও বেশী নজরদারি এবং জন-মানুষে গ্রহনযোগ্য হওয়ার জন্য সুসজ্জিত করে সাজিয়ে ৮১টি টিমকে রাস্তায় নামালো উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অরবিন্দ কুমার মীনা।জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন নির্বাচন ঘোষনার পর থেকেই এই টীমগুলো নিজেদের কাজে নেমে পড়ছে।যদিও আগে এই ধরনের গাড়ি জেলাবাসীর নজরে আসেনি বলেই জানা গেছে।
সূত্রের খবর শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের আধিকারিকের সাথে উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকের ভিডিও কনফারেন্সের পরেই আরও সক্রিয় হয়ে উঠলো জেলা নির্বাচনী আধিকারিক। রায়গঞ্জ মহকুমা এলাকার ফ্লাইং স্কোয়াডের টীমদের তড়িঘড়ি ডেকে দেওয়া হলো জরুরী নির্দেশ। জেলার অন্যান্য এলাকার ফ্লাইং স্কোয়াডের টীমগুলো কেও দেওয়া হয়েছে জরুরী নির্দেশ। সুত্রের খবর আরও বেশী সক্রিয় ও চলমান হওয়ার পাশাপাশি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের বিষয় ও প্রার্থীদের ব্যয় সংক্রান্ত বিষয়ে সক্রিয় ভুমিকা গ্রহনের জন্যও দেওয়া হয়েছে নির্দেশ।জেলা শাষক তথা জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, সি -ভিজিল, ১৯৫০ ফোন নাম্বার বা সি.এম.এস এর মাধ্যমে কোনো অভিযোগ পেলেই সক্রিয় হবে এই ফ্লাইং স্কোয়াড টীম।
আরও পড়ুনঃ পূর্বস্থলীতে নির্বাচনের আচরণবিধি নিয়ে জরুরি বৈঠক
মূলত ভোটারদের মনে ভরসা যোগাতেই এই পদক্ষেপ।তবে এই ফ্লাইং স্কোয়াড টীম গ্রামে গঞ্জে ঘুরে বেড়ালে সাধারন ভোটাররা আস্থা পাবেন তা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584