নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। বুধবার শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচমকা এই ঘটনায় শোকস্তব্ধ টলিউড।
জানা গিয়েছে, গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রাতে একটি চ্যানেলের রিয়ালিটি শো -এর শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও সেই প্রস্তাবে রাজি হননি অভিষেক। এরপর বাড়ি ফিরে যান। রাতে বাড়িতেই চিকিৎসা শুরু হয়, স্যালাইন দেওয়া হয়। তবে শেষ রক্ষা হল না। রাত ১ টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584