“পরীক্ষা-টরীক্ষা বাতিল এ বার পুরভোটের দিনক্ষণ ঠিক হোক”- অনির্বাণ ভট্টাচার্য

0
304

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাতিল হয়েছে চলতি বছরের মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক। এর জেরে মর্মাহত শিক্ষার্থীরা। শুধু কি তাই? পরীক্ষা বাতিল হওয়ায় দুশ্চিন্তায় আত্মঘাতী হয়েছে দশম শ্রেনীর এক ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম বর্ণালী বর্মন, বয়স ১৬ বছর। কোচবিহার জেলার দিনহাটার গোপালনগর হাইস্কুলের ছাত্রী ছিল সে। মঙ্গলবার সকালে ওই ছাত্রীর নিজের ঘর থেকেই উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ, মিলেছে একটি সুইসাইড নোটও। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

anirban bhattacharya | newsfront.co
অনির্বাণ ভট্টাচার্য

আর রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে চলছে মতৈক্য আর মতানৈক্যের পালা। এরই মাঝে নিজের মতামত হোয়াটসঅ্যাপ স্টেটাসে তুলে ধরলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনি কটাক্ষের সুরে লিখেছেন- “যাক, পরীক্ষা-টরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। এ বার পুরভোটের দিনক্ষণ ঠিক করা যাক।”

anirban whatsapp status |  newsfront.co
অনির্বাণ ভট্টাচার্য-এর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস

প্রসঙ্গত, অনির্বাণ অনেকদিন ধরেই নিজের ফেসবুক কিংবা অন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের প্রতিবাদী মতামত পেশ করেননা। হোয়াটসঅ্যাপের স্টেটাসেই ওগড়ান নিজের মূল্যবান মতামত। এবারও তেমনটাই ঘটল।

 

আরও পড়ুনঃ ভাঙা ঘর জুড়তে চান রোশন

সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী অতিমারির মধ্যে পরীক্ষা না হওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে। তাঁর মতে, রাজ্যবাসীদের একটা বড় অংশ পরীক্ষা স্থগিত রাখার সমর্থনে। তাই এই সিদ্ধান্ত। এহেন সিদ্ধান্ত জানার পরই অনির্বাণের কটাক্ষ মুষ্টিমেয় ক’জনের সামনে আসে। যেখানে লেখা আছে- “যাক, পরীক্ষা-টরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। এ বার পুরভোটের দিনক্ষণ ঠিক করা যাক। জাতির অগ্রগতি যেন থেমে না থাকে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here