নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন হিন্দি টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা অনুজ সাক্সেনা। সূত্রের খবর বলছে, মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস শাখা গ্রেপ্তার করেছে অভিনেতাকে। ১৪১ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে।
নয়ের দশকের শুরুতে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন অনুজ সাক্সেনা। দুরদর্শনের একাধিক ধারাবাহিকে দক্ষতার সঙ্গে অভিনয় করেন তিনি। ২০০০ সালের শুরুতে সোনি টেলিভিশনে সম্প্রচারিত ‘কুসুম’ ধারাবাহিকে অভয় কাপুরের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। এরপর একে একে ধারাবাহিক ‘কুমকুম- এক প্যায়ারা সা বন্ধন’, ‘সারা আকাশ’, ‘রিশতো কি ডোর’ ধারাবাহিকেও অভিনয় করেন অনুজ। ‘চেজ’ এবং ‘পরাঠেওয়ালি গলি’ নামের দু’টি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন অনুজ। পরে অবশ্য ব্যবসায় মন দেন অভিনেতা। আর সেখানেই বিপত্তি।
আরও পড়ুনঃ রুদ্রনীলকে ভাল মানুষ হয়ে ওঠার আর্জি ভাস্বরের
প্রসঙ্গত, একটি ফার্মাটিক্যাল কোম্পানির চিফ অপারেটিং অফিসার অনুজ সাক্সেনা। আর ঠিক সেই কারণেই তাঁর বিরুদ্ধে ১৪১ কোটি টাকার অভিযোগ জানিয়েছেন কোম্পানির এক বিনিয়োগকারী। তাঁর কথা অনুযায়ী, ২০১২ সালে বেশ মোটা অঙ্কের টাকা তিনি কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন। যার সময়সীমা ২০১৫ সালে পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তা পূরণ হওয়ার পরও টাকা ফেরত পাননি বলে অভিযোগ জানিয়েছেন ওই বিনিয়োগকারী। বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি।
সেই কারণেই তিনি পুলিশের দ্বারস্থ হন বলে জানা গিয়েছে।বিনিয়োগকারীর সব অভিযোগ অস্বীকার করেছেন অনুজ সাক্সেনা। তাঁর দাবি, তিনি ২০১৫ সালে ফার্মাটিক্যাল কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদে বসেন। স্যানিটাইটার ও পি পি ই কিট তৈরি করে তাঁর কোম্পানি। ব্যস এটুকুই নাকি জানেন তিনি। ২০১৫ সালের আগের এই ১৪১ কোটি টাকার ব্যাপারে নাকি বিন্দু বিসর্গও জানতেন না অনুজ সাক্সেনা।
আরও পড়ুনঃ বর্ষীয়ান কর্মহীন অভিনেতার পাশে সব্যসাচী-ঐন্দ্রিলা
অভিনেতাকে আদালতে তোলা হলে স্পেশ্যাল জাজ অভিজিৎ নান্দগাওকর জানান- “চিফ অপারেটিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদ যখন অনুজ গ্রহণ করেছিলেন তখন নিশ্চয়ই এ বিষয়ে কিছু তো জানতেনই তিনি। তাই আপাতত ইকোনমিক অফেন্সেস শাখার হেফাজতেই অনুজ সাক্সেনাকে রেখে জেরা করা হবে।”
১৪১ কোটি টাকার প্রতারণার অভিযোগে অভিনেতাকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস শাখা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584