কোনও গুজবের দায় আমি নেব না- টুইট অরিন্দমের

0
95

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Arindam Sil | newsfront.co
অরিন্দম শীল- ফাইল চিত্র

দলবদলের পালা চলছে তো চলছেই। একইসঙ্গে রাজনীতিতে অভিনেতা-অভিনেত্রীদের নব আগমনও স্পষ্ট। আবার রটছে রটনাও। সম্প্রতি শাসক দলের ঘর ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। শাসক দলের ঘর নাকি ছাড়ছেন হিরণও। বিজেপি-তে যোগদান করেছেন কৌশিক রায়। এবার নাকি অরিন্দম শীলও যোগ দিচ্ছেন বিজেপি-তে? এমন আভাস পাওয়া যায় অভিনেতা রুদ্রনীলের কথায়।
সূত্রের খবর অনুযায়ী, তাঁর মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। এবার নাকি পরিচালক অরিন্দম শীলও বিজেপিতে যোগ দিতে চলেছেন! এমন ইঙ্গিতই মেলে রুদ্রনীলের কথায়।

এরপর টুইটে নিজের বক্তব্য স্পষ্ট জানান অরিন্দম শীল। তিনি টুইটে যা লেখেন তাতে এটুকু স্পষ্ট যে, বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন তিনি। তাই রাজনীতিতে নিজেকে সক্রিয় রাখতে এই মুহূর্তে আগ্রহী নন তিনি। তবে নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে যে টলিপাড়ার আরও কিছু মুখকে দেখা যাবে, তার আভাস মিলছে প্রতিদিন।

আরও পড়ুনঃ নিজের হাঁটার ঢঙ-ও পাল্টাতে হচ্ছে ‘ছাদ’-এর জন্যঃ রণজয়

টুইটারে অরিন্দম শীল লেখেন, “আমি শুধু সিনেমাটাই বুঝি। সেটাই করতে পারি। কোনও গুজবের দায় আমি নেব না। আর রাজনীতিতে যোগ না দিয়েও সমাজ বদলানো যায় (বিশেষ করে বর্তমান রাজনীতিতে)। আর এর বাইরেও অনেক কিছু করার আছে।”

সুতরাং এই মুহূর্তে তিনি যে গেরুয়া শিবিরে এন্ট্রি নিচ্ছেন না তা স্পষ্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here