বন্ধ উপার্জন অবসাদে আত্মঘাতী অভিনেতা

0
94

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার প্রকোপে ত্রস্ত পৃথিবী। কোভিড-১৯-এর প্রভাব পড়েছে ভারতেও। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। তৃতীয় দফার লকডাউনের অন্তিম দিনে এসে পৌঁছেছি আমরা। কিন্তু ১৮মে থেকে আবারও চতুর্থ দফার লকডাউন শুরু হবে।

Monomit | newsfront.co
মনমীত। ফাইল চিত্র

এমনটা আগাম জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের জেরে টানা দু মাস ধরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। বন্ধ রয়েছে বলিউড, টলিউডের সমস্ত শুটিংও। করোনার কুপ্রভাব পড়েছে বিনোদন জগতেও। শুটিং বন্ধ। কাজ নেই। সংক্রমণের হাত থেকে বাঁচতে গৃহবন্দি হয়েছেন সকলেই। সারাদিন কাজ ছেড়ে বাড়িতে থাকতে আর ভালো লাগছে না কারোর।

অবসাদ গ্রাস করেছে অভিনেতা অভিনেত্রীদেরও। এই সংকটজনক পরিস্থিতিতে শুধু মৃত্যুসংবাদ শোনা যাচ্ছে চারিদিকে। এরই মধ্যে ঘটল এক মর্মান্তিক ঘটনা। লকডাউনে কাজ হারিয়ে ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মঘাতী হলেন জনপ্রিয় টিভি অভিনেতা মনমীত গ্রেওয়াল। বয়স হয়েছিল ৩২ বছর।

আরও পড়ুনঃ পৃথিবীর মন ভালো নেই

সূত্রের খবর, শুক্রবার রাতে তিনি তাঁর নভি মুম্বইয়ের আবাসনে আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রী ও বাবা-মা রয়েছেন। বছর দুই আগে বিয়ে করেছিলেন মনমীত। ‘আদত সে মজবুর’, ‘কূলদীপক’ প্রভৃতি বেশ কিছু সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

গলায় দোপাট্টার ফাঁস দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মনমীতকে। প্রথমে ঝুলন্ত অবস্থায় মনমীতকে দেখেন স্ত্রী। স্বামীকে ফাঁস থেকে মুক্ত করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন মনমীতের স্ত্রী। প্রতিবেশীরা ছুটে এলেও তাঁর করোনা সংক্রমণ ঘটেছে ভেবে কেউ মনমীতকে ফাঁস থেকে মুক্ত করার জন্য এগিয়ে আসেননি। শেষে এক নিরাপত্তারক্ষী এসে ফাঁস খুলে দেহ উদ্ধার করেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মনমীতকে মৃত বলে জানান চিকিৎসকরা। তাঁরা এও বলেন যে, মৃত অবস্থাতেই মনমীতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জানা যায়, লকডাউনের জেরে দীর্ঘদিন শুটিং বন্ধ। এইসময় কাজের সুযোগ না পাওয়ার কারণে অর্থ উপার্জনের সব রাস্তা বন্ধ হয়ে যায় মনমীতের। এ দিকে বাজারে তাঁর প্রচুর ধারও ছিল। বাড়িভাড়া হিসেবে মাসিক ৮,৫০০ টাকাও তিনি জোগাড় করতে পারেননি। স্ত্রীর গয়না বন্ধক রেখে সামান্য কিছু অর্থ সংগ্রহ করলেও তাতে বেশি দিন খরচ সামলাতে পারেননি তিনি। আর তাই বেশকিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন মনমীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here