নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
জামিন পেলেন নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া অভিনেতা পার্ল ভি পুরি। খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে অভিনেতার পরিবার। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর ১১ দিনের মাথায় জামিন পেলেন পার্ল। মুম্বইয়ের ভাসাই পুলিশ পার্লকে ৪ জুন গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দ্বণ্ডবিধির ৩৭৬ নং ধারা ও পকসো আইন অনুসারে মামলা চলছে আদালতে।
আজ, ১৫ জুন পার্লের মামলার শুনানিতে সংবাদমাধ্যমের কাছে পার্লের জামিন পাওয়ার খবর নিশ্চিত করলেন তাঁর আইনজীবী রাজীব সাওয়ান্ত। টানা ১১ দিন পুলিশি হেফাজতে ছিলেন অভিনেতা। ৭ জুন পার্লের বেলের জন্য আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী রাজীব সাওয়ান্ত। কিন্তু শুনানি পিছিয়ে যাওয়ায় এই বিলম্ব।
আরও পড়ুনঃ কলাকুশলীদের লকডাউন পিরিয়ডে প্রাপ্ত পারিশ্রমিক ফেরত দিতে হবে প্রযোজকদেরঃ ফেডারেশন
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘বেপনহা পেয়ার’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নামে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এনেছে মেয়েটির বাবা। জানা গিয়েছে, ওই নাবালিকার মা পার্লের সঙ্গে কাজও করেছেন।
পার্লের বিরুদ্ধে আনা এই অভিযোগ মেনে নিতে নারাজ ইন্ডাস্ট্রি। তাঁর পাশে দাঁড়িয়েছেন একতা কাপুর, দিব্যা খোসলা কুমার, অনিতা হসনন্দানি, নিয়া শর্মা সহ প্রায় গোটা ইন্ডাস্ট্রি। তাঁদের দাবি, পার্লের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে।নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একতা ও দিব্যা দাবি করেছেন, নাবালিকার বাবা স্ত্রী-র ওপর জমে থাকা রাগের ঝাল মেটাতে পার্লের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে। মেয়ের কাস্টেডি পাওয়াই তার উদ্দেশ্য।
আরও পড়ুনঃ বাইক দুর্ঘটনায় মৃত জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী অভিনেতা সঞ্চারী বিজয়, দেহ দান করবে পরিবার
সূত্রের খবর, একতা কাপুরের সঙ্গে ওই নাবালিকার মায়ের টেলিফোনিক কথোপকথনও ভাইরাল হয়েছে। যেখানে ওই মহিলা বারবার বলেছেন পার্ল নির্দোষ। তাঁকে তাঁর স্বামী ফাঁসাচ্ছে। যদিও এই ব্যাপারে থানায় বা আদালতে কোনও বয়ান এখনও তিনি জমা দেননি। তাই গোটা ব্যাপারটা বেশ ধোঁয়াশায় আচ্ছন্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584