নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো নিরুপমা’। সেখানে শিশির নামে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা প্রসূন সাহা৷ বলা ভাল, সেকেন্ড মেল (পুরুষ) লিড চরিত্রে ছিলেন প্রসূন৷ বেশ কয়েকদিন হল আর দেখা মিলছে না তাঁর এই ধারাবাহিকে। কেন? কোথায় গেলেন তিনি? কেন ছাড়লেন এমন এক চরিত্র? নিজেই নিউজ ফ্রন্টকে জানালেন কোথায় আছেন এবং কী করছেন তিনি৷
প্রসূনের কথায়- “২০২০-র প্রথম দিকে বেশ কয়েকটা ওয়েব সিরিজে, বিজ্ঞাপণে কাজ করি। এরপর কয়েকটা অডিশন আর কিছু মিটিঙের জন্য মুম্বই ব্যাক করি মার্চের ১০ তারিখ। কিন্তু সব মিটিং পোস্টপন্ড হয়৷ সেই সময় অ্যাক্রোপলিশ থেকে ডাক পাই ‘ওগো নিরুপমা’র জন্য। কিন্তু কলকাতায় ফেরার উপায় হচ্ছিল না। প্লেন, ট্রেন সব বন্ধ। এরপর আমার ফ্ল্যাট ম্যান আমায় স্পেশাল টিকিটের ব্যবস্থা করে দিলে আমি কলকাতায় ফিরি।
আরও পড়ুনঃ নেট দুনিয়ায় নিজের মৃত্যুর খবরে ক্ষুব্ধ শক্তিমান
ফেরার পর কিছু মিউজিক ভিডিও করি। হইচইতে ক্যামিও রোল করি একটা। কিন্তু সেই সময় অ্যাক্রোপলিশের হাত ধরেই আমার কলকাতায় আসা বলতে পারো। এই প্রসঙ্গে একটা কথা বলি, অ্যাক্রোপলিশের মাধ্যমেই আমার টিভিতে প্রথম কাজ করা ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকে। এরপর ‘বকুল কথা’তে একটা ক্যামিও রোল করি। সেটাও অ্যাক্রোপলিশের সঙ্গেই। এবার ‘ওগো নিরুপমা’ করলাম সেটাও অ্যাক্রোপলিশের সঙ্গে।
প্রথম প্রথম টেলিভিশনে কাজ করতে টেকনিক্যাল দিক থেকে খুব অসুবিধা হত। যেহেতু খুব বেশি কাজ করিনি টিভিতে। ওয়েব এবং সিনেমায় কাজ করার সঙ্গে টিভিতে কাজ করার অনেকটা পার্থক্য আছে। তবে সবার সাপোর্ট পেয়েছি। ওগো নিরুপমার গোটা টিম আমাকে সাহায্য করেছে। আবার এমনও শুনতে হয়েছে একসময়- এটা ওয়েব সিরিজ না। এটা সিরিয়াল। ড্রামা থাকতে হবে।শিশির চরিত্রটা করতে মজা পাচ্ছিলাম৷
অনেক সাড়া পাই চরিত্রটার জন্য। চার পাঁচ মাস করেছি কাজটা। ট্রেনে-বাসে উঠলে সবাই চিনতে পারত। আর কী চাই? ফ্যান ক্লাব গড়ে ওঠে। ফেসবুকে অনেক সাড়া পাই। সবই ঠিক ছিল। কিন্তু সিরিয়ালটায় কাজ করাকালীন অনেক বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর কাজ ছাড়তে হয়েছিল। সময় দিতে না পারার কারণে। সেই সময় বেশ হতাশা গ্রাস করেছিল আমায়৷ ভাবছিলাম, এতদিন যারা কাজ দিত তাদেরই না করে দিচ্ছি! পরে আর কাজ পাব তো এদের কাছ থেকে? সিরিয়াল চলাকালীন একটা কাজ করার জন্য ডাক পেয়েও পরে আমি বাতিল হই। কেননা আমি সিরিয়াল করি তাই সময় দিতে পারব না বলে।
আরও পড়ুনঃ ‘ইন্ডিয়ান আইডল’-এর মান নিয়ে আশাহত অমিত কুমার
সিরিয়ালে কাজ করলে অন্য কিছুতে কাজ পাওয়া যায় না বা পেতে অসুবিধা হয় তার প্রমাণ আমি পেয়ে গেছি। সিরিয়ালের আগে আটটা সিরিজ করেছি আমি। সিরিয়ালে কাজ করাকালীন অন্যান্য কাজের ফোন আসা বন্ধ হল। কিন্তু একটা কাজ এল। ঠিক করলাম, যে কোনও একটা বেছে নিতে হবে। সেই সময় সিরিয়াল থেকে ছুটি নিই সেই কাজের জন্য। ভেবেছিলাম কাজটা শেষ হলে ফিরব ওগো নিরুপমাতে। কিন্তু কাজটা শেষ হওয়ার পরে দেখি আমার ট্র্যাকটা অফ করে দেওয়া হল ‘ওগো নিরুপমা’ থেকে৷
সোশ্যাল মিডিয়ায় লোকে বলতে শুরু করল, শিশির কেন আসছে না? উত্তর দিতে পারিনি। এরপর আরও দু-একটা প্রোডাকশন থেকেও অফার পেয়েছি সিরিয়ালের জন্য। কিন্তু করিনি। কারণ একটা জায়গা থেকে আমি যে কারণে সরেছি সেরকমই একটা জায়গায় আমি ফিরি কী করে?একটা ভাল অভিজ্ঞতা শেয়ার করি, সিনেমার শুট করতে গ্রামে গেছি। রিসর্টের বাইরে গেটে দারুণ ভিড়। ভাবলাম ওরা বোধহয় ইশাকে দেখতে এসেছে।
আরও পড়ুনঃ ফ্রান্স থেকে অক্সিজেন আনাচ্ছেন সোনু সুদ
কিন্তু কানে এল -“শিশির শিশির”। আমি জাস্ট ভেসে গেলাম। আমাকে দেখতে এসেছে ওরা! করোনা সত্তেও সেদিন ওদের সঙ্গে ছবি তুলি আমি নানা পোজে। অ্যাক্রোপলিশ আমার কাছে খুব আদরের। ওদের দৌলতেই আমার ‘বন্য প্রেমের গল্প’তে কাজ করা। আমি জানি না আর ওদের ওয়েব সিরিজ, সিরিয়ালে আমি কাজ পাব কিনা। তাও এই প্রযোজনা সংস্থাটি আমার কাছে স্পেশাল হয়ে থাকবে চিরকাল। আরও কাজ করতে চাই স্নিগ্ধ দি ও সানি দা’র সাথে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584