‘রাজা’ আর নেই, শোকের ছায়া টলিপাড়ায়

0
270

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

‘শেষরক্ষা’ হল না, ‘মান অভিমান’এর পালা মিটিয়ে পরলোকে পাড়ি দিলেন রতিকান্ত। জনপ্রিয় ধারাবাহিক ‘জন্মভূমি’তে এই নামেই পরিচিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ক্যানসার রোগের চিকিৎসা চলছিল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।

Santu Mukhopadhyay | nesfront.co
ছবিঃ প্রতিবেদক

তপন সিনহার ‘রাজা’ সিনেমা দিয়েই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ‘দেবদাস’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’, ‘গণদেবতা’, ‘হারমোনিয়াম’, ‘ন্যায় অন্যায়’, ‘বোধন’, ‘উৎসর্গ’, ‘সুজন সখী’, ‘বৈকুণ্ঠের উইল’- এর মতো বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে সন্তু মুখোপাাধ্যায়কে।

বেশকিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে ছন্দপতন হয়েছে টলিপাড়ায়। শোকাহত বাংলা চলচ্চিত্রজগতের কলাকুশলীরা। কী বলছেন তাঁরা? দেখে নিন একঝলকে।

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

Jayjit Banerjee | newsfront.co
জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ছবিঃ প্রতিবেদক

“সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক কাজ করেছি। চলচ্চিত্রজগতে আমার কাজের একদম প্রথমদিন থেকে তাঁর সঙ্গে কাজ করেছি। খুব মজার মানুষ ছিলেন। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের স্তম্ভ ছিলেন তিনি। এত বড় মাপের একজন অভিনেতা চলে যাওয়াতে চলচ্চিত্রজগতের ক্ষতি হল।”

আরও পড়ুনঃ প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, শোকের আবহ টলিউড শিল্পীমহলে

অনসূয়া মজুমদার

Anashua Majumdar | newsfront.co
অনসূয়া মজুমদার। ছবিঃ প্রতিবেদক

“সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক কাজ করেছি আমি। বহু বছর আগে ‘প্রথম কদম ফুল’ ধারাবাহিকে ওঁর সঙ্গে প্রথম কাজ করি। তারপর ‘জলনূপুর’, ‘কোজাগরী’, ‘কুসুমদোলা’, ‘অন্দরমহল’, ‘মোহর’ ধারাবাহিকে একসাথে কাজ করেছিলাম আমরা।

এছাড়া ‘গোত্র’ ছবিতেও ওঁর সাথে কাজ করেছি। আমার বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। খুবই খারাপ লাগছে। এরকম একজন অসাধারণ অভিনেতার এভাবে চলে যাওয়াতে টেলিভিশন জগতের ক্ষতি হল। ওঁর আত্মার শান্তি কামনা করি।”

ভাস্বর চট্টোপাধ্যায়

Bhaswar Chatterjee | newsfront.co
ভাস্বর চট্টোপাধ্যায়। ছবিঃ প্রতিবেদক

“সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলাপ ‘জন্মভূমি’ ধারাবাহিকে। প্রথম প্রথম ভয় পেতাম ঠিকই আবার সেই প্রথম দিন থেকে খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এরপর রাজা দাশগুপ্ত-র টেলিফিল্ম ‘শাশ্বতী’-তে সন্তু কাকুর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলাম।

তাই ওঁর মতো হেয়ার স্টাইল ফলো করতাম যাতে ওঁর মতো দেখতে লাগে। তখন মেকআপ রুমে বসে আড্ডা হত আমাদের। এরপর বেশ কয়েক বছর পর ‘কেয়া পাতার নৌকা’ ধারাবাহিকে ওঁর সাথে আবারও দেখা হয়। অসাধারণ অভিনেতা ছিলেন। আমার খুব পছন্দের অভিনেতা ছিলেন সন্তু কাকু। মানুষের মন জয় করে নিতেন খুব সহজেই। এখন ওঁর মতো অভিনেতা পাওয়া মুশকিল। চলচ্চিত্রজগতের একটা বড় ক্ষতি হল।”

রাজশ্রী ভৌমিক

Rajasree Bhowmick | newsfront.co
রাজশ্রী ভৌমিক। ছবিঃ প্রতিবেদক

“দশ বছর ধরে সন্তু দা’র সঙ্গে কাজ করছি। আমাদের কাছে সন্তু দা বন্ধুর মতো ছিল। ছোটবেলায় সন্তুদার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম আমি। ‘কেয়া পাতার নৌকা’ ধারাবাহিকের অনেক স্মৃতি জড়িয়ে আছে সন্তু দা’র সঙ্গে। প্রায় ৭টা ধারাবাহিকে একসাথে কাজ করেছি আমরা। বাড়ির কর্তা মানে সন্তু দা ছাড়া ভাবতে পারতাম না। বাংলা ধারাবাহিকগুলোতে ছাতার মতো ছিলেন উনি।”

সোনালি চৌধুরী

Sonali Chowdhury | newsfront.co
সোনালি চৌধুরী। ছবিঃ প্রতিবেদক

আমার প্রথম ছবি ‘পরিচয়’তে সন্তু মুখোপাধ্যায়ের সাথে একসাথে কাজ করেছি। এরপর ‘জলনূপুর’ সহ বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছি একসঙ্গে। খুব স্নেহ করতেন আমাকে। খুব ছোট ছোট জিনিস খুব সুন্দর করে বোঝাতেন। মানুষটির মানসিকতা, মনন খুব আধুনিক ছিল। সন্তু দা’র আত্মার শান্তি কামনা করি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here