নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের যুবশক্তির আভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী দিলীপ ঘোষের সমালোচনা করে বলেন, “উনার সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই মঙ্গল।
দিলীপ ঘোষ ৫ ই আগষ্ট লকডাউন তুলে নিতে বলছেন, উনি অনেক কিছু বলেন, বিরোধী দলের সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো। দিলীপ বাবুর কথার মধ্যে কোন বাস্তবায়ন নেই। না হলে তিনি বলেন, গরুর দুধে সোনা পাওয়া যায়।
আরও পড়ুনঃ বাড়াবাড়ি করলে দায়ী থাকবে পুলিশ, সাংবাদিক সম্মেলনে জানালেন শমিত
উনি অবাস্তব কথা বলেন।” আজকে মেদিনীপুরের খড়গপুরে উন্নয়ন পর্ষদের মিটিং হলে অভিষেক বন্দোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি যুবশক্তির কর্মকান্ড কতদূর এগিয়েছে সে বিষয়ে বৈঠক হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী, রাজ্য কো – অর্ডিনেটর নির্মাল্য চক্রবর্তী, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, সহ জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ববৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584