নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
করোনা আক্রান্তদের সাহায্যে নয়া উদ্যোগ নিলেন বলিউড তারকা সোনু সুদ। দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন যোগানের ব্যবস্থা করতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন তিনি। দিল্লি ও মহারাষ্ট্র সহ দেশের সর্বাধিক করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতে অন্তত চারটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা তাঁর।
অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু মানুষকে ভুগতে হচ্ছে। অনেককে অকালে চলে যেতে হচ্ছে। আহরিত অক্সিজেন প্ল্যান্টগুলি থেকে হাসপাতালগুলিতে তা সরবরাহের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারগুলিতেও ভর্তি করা হবে। এগুলি কোভিড আক্রান্তদের উপকারে আসবে বলে আশাবাদী অভিনেতা।
আরও পড়ুনঃ করোনা বিপর্যয়ে ভারতকে ১১০ কোটি টাকা অনুদান টুইটারের
আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রথম প্ল্যান্ট ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা ফ্রান্স থেকে এ দেশে পৌঁছবে।প্রসঙ্গত, অভিনেতা সোনু সুদ গত বছরের লকডাউনের সময় থেকেই দুর্গতদের পাশে রয়েছেন। এমনকী লকডাউনের জেরে বিভিন্ন শহরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।
তিনি তাঁর আগামী সিনেমা ‘কিষাণ’-এর ঘোষণা করেছেন সম্প্রতি। এই সিনেমার পরিচালক ই নিওয়াস। এছাড়াও তাঁকে চিরঞ্জীব অভিনীত তেলুগু সিনেমা ‘আচার্য’-তেও দেখা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584