মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
দ্রুত জনপ্রিয়তা লাভ করলেন অভিনেতা সোনু সুদ। বলিউডেরই নয় এই দেশের অন্যতম জনপ্রিয় সুপারস্টার সলমন খান। সোশ্যাল মিডিয়া থেকে গুগল ট্রেন্ড সর্বত্রই সেই ছবি বিদ্যমান। তবে এবার দাবাং খানের জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছেন ছেদি সিং।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগুলের ডাটা বলছে গত ১২ মাসে যেখানে সোনুর জনপ্রিয়তা সলমনের চেয়ে একেবারেই কম ছিল, যেখানে ২৩ মে থেকে সলমন খানকে ছাপিয়ে গিয়েছেন তাঁর দাবাং কো-স্টার। এখন সলমনের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছেন সোনু সুদ।
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। এবার এই সকল শ্রমিকদের পাশে দাঁড়ালেন সদ্য জনপ্রিয় হওয়া এই অভিনেতা। ইতিমধ্যেই নিজের প্রচেষ্টায় ১২ হাজারেরও বেশি শ্রমিককে ঘরে ফিরিয়েছেন সোনু।
আরও পড়ুনঃ দু’হাজার পরিযায়ীকে খাসির মাংস ভাত খাওয়ালেন বাবলা
তাঁর কাছে সাহায্য চাইলে কাউকেই নিরাশ করছেন না তারকা। দেশের এই দুর্দিনে মানুষের পাশে থাকায় সোনুকে নিয়ে চারিদিকে ধন্য ধন্য রব উঠেছে। কেউ কেউ বলছেন, এই অভিনেতা ‘গরীবের ভগবান’। বিহারের একদল যুবক তো সোনু সুদের মূর্তি তৈরির সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। সোনু সুদকে ভারতরত্ন সম্মান দেওয়ার কথাও অনেকে বলেছেন সোশ্যাল মিডিয়ায়। সোনুর এই বাঁধভাঙা জনপ্রিয়তার সোজা এফেক্ট পড়েছে গুগল ট্রেন্ডসে।
সম্প্রতি বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কমল রশিদ খান তথা কেআরকে টুইটারে দুই অভিনেতা সলমন ও সোনুর জনপ্রিয়তা নিয়ে একটি অনলাইন পোল আয়োজন করেন।প্রশ্ন করেন, একই শুক্রবার সলমন খান ও সোনু সুদের ছবি রিলিজ করলে আপনি কার ছবি দেখতে যাবেন? সেই পোলে অদ্ভূতভাবে ৬৫ শতংশ ভোট নিয়ে জয়ী হন সোনু। সলমন খানের পক্ষে মাত্র ৩৫ শতাংশ ভোট পড়েছে। তাই এটা স্পষ্ট যে, ভাইজানকে ছাপিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন সোনু সুদ।
আরও পড়ুনঃ চাকরির অবসরের অনুষ্ঠানে রক্তদান শিবির
তবে, করোনাভাইরাসের সঙ্কটে শুরু থেকেই মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সল্লু ভাই। ইন্ডাস্ট্রির দিনমজুরদেরও সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সলমন খান। লকডাউনে প্রায় ৩০ হাজার বলিউড টেকনিশিয়ান, জুনিয়ার আর্টিস্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠাচ্ছে সলমন খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যান। মুম্বইয়ের দুঃস্থ মানুষের খাবার পৌঁছে দিতে বিয়িং হাংরি উদ্যোগ নিয়েছেন সলমন। এছাড়াও মুম্বই পুলিশের জন্য ১লক্ষ স্যানিটাইজারও প্রদান করেছেন তিনি।
লকডাউনের সারাটা দিন পানভেলের ফার্মহাউসেই কাটাচ্ছেন দাবাং খান। এর মধ্যে ঘরে বসেই তিনটি গানের ভিডিও তৈরি করেছেন ভাইজান। এবছর ইদে মুক্তি পায়নি ‘রাধে’। তার বদলে অনুরাগীদের জন্য ইদের বিশেষ উপহার হিসাবে দিয়েছেন ‘ভাই ভাই’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584