শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত হয়ে বেলভিউতে ভর্তি থাকলেও শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের৷ রক্তচাপ ওঠানামা করা এবং অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে সঙ্গে সঙ্গে আইটিইউতে স্থানান্তরিত করা হয়।
তবে শনিবারের বিকেলের বুলেটিন অনুযায়ী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি৷ তবে বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে এখনও উদ্বেগ কাটেনি চিকিৎসকদের।
হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ অভিনেতার প্রেশার-সুগার- সিওপিডি-র মতো একাধিক কো-মর্বিডিটি রয়েছে। সেই কারণে তাঁকে এখন কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।বুধবার সারা দিনে একবারও তার জ্বর আসেনি, বৃহস্পতিবারও শারীরিক অবস্থা ঠিকই ছিল৷ কিন্তু শুক্রবার দুপুরের পর থেকে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়৷
আরও পড়ুনঃ চায়ের কাপে জন্ম শতবর্ষে সত্যজিৎ স্মরণ
এর আগে ২০১৯ সালের ১৩ অগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা৷ শ্বাসকষ্ট হওয়ায় তাকে রুবিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিছু দিন হাসপাতালে চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হয়ে যান। বাঙালির অন্যতম প্রিয় অভিনেতা ফেলুদার দ্রুত আরোগ্যের কামনা করছেন সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584