উদ্বেগজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

0
98

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত হয়ে বেলভিউতে ভর্তি থাকলেও শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের৷ রক্তচাপ ওঠানামা করা এবং অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে সঙ্গে সঙ্গে আইটিইউতে স্থানান্তরিত করা হয়।

soumitra | newsfront.co
সৌমিত্র চট্টোপাধ্যায়

তবে শনিবারের বিকেলের বুলেটিন অনুযায়ী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি৷ তবে বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে এখনও উদ্বেগ কাটেনি চিকিৎসকদের।

হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ অভিনেতার প্রেশার-সুগার- সিওপিডি-র মতো একাধিক কো-মর্বিডিটি রয়েছে। সেই কারণে তাঁকে এখন কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।বুধবার সারা দিনে একবারও তার জ্বর আসেনি, বৃহস্পতিবারও শারীরিক অবস্থা ঠিকই ছিল৷ কিন্তু শুক্রবার দুপুরের পর থেকে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়৷

আরও পড়ুনঃ চায়ের কাপে জন্ম শতবর্ষে সত্যজিৎ স্মরণ

এর আগে ২০১৯ সালের ১৩ অগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা৷ শ্বাসকষ্ট হওয়ায় তাকে রুবিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিছু দিন হাসপাতালে চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হয়ে যান। বাঙালির অন্যতম প্রিয় অভিনেতা ফেলুদার দ্রুত আরোগ্যের কামনা করছেন সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here